Zontes: নতুন বছরে ব্যাপক সস্তা হল বাইক, হঠাৎই 48,000 টাকা দাম কমিয়ে চমকে দিল সংস্থা

মুদ্রাস্ফীতি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণ হিসাবে দেখিয়ে নতুন বছর থেকেই ভারতে যাত্রী ও বাণিজ্যিক গাড়ির দাম...
SUMAN 18 Jan 2024 6:47 PM IST

মুদ্রাস্ফীতি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণ হিসাবে দেখিয়ে নতুন বছর থেকেই ভারতে যাত্রী ও বাণিজ্যিক গাড়ির দাম বাড়িয়েছে নির্মাতারা। তবে দু'চাকা গাড়ির বাজারে সম্পূর্ণ উল্টো চিত্র। কিছু কিছু টু-হুইলার সংস্থা তাদের বিভিন্ন মডেলের দাম কমানোর ঘোষণা করেছে। যেমন QJ Motor সম্প্রতি বাইক পিছু সর্বাধিক ৪০,০০০ টাকা দাম হ্রাস করেছে। এবার জন্টিস ইন্ডিয়া (Zontes India) মোটরসাইকেলের দাম ৪৮,০০০ টাকা পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছে।

Zontes ভারতে মোটরসাইকেলের দাম কমালো

নেকেড স্পোর্টস বাইক Zontes 350R-এর আগে দাম ছিল ৩.২৫ লাখ টাকা (এক্স-শোরুম)। কিন্তু এখন তা কমে ২.৭৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। বাইকটির ৩৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৩৮.৮ এইচপি ক্ষমতা এবং ৩২.৮ এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে রয়েছে ৬-গতির গিয়ার। ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় ডিস্ক ব্রেক রয়েছে।

টুরিং মোটরসাইকেল 350X-এও আছে ৩৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৩৮.৮ এইচপি এবং ৩২.৮ এনএম টর্ক উৎপন্ন হয়। এখন দাম কমে ২.৯৯ লাখ টাকা থেকে শুরু হচ্ছে (এক্স-শোরুম)। অন্যদিকে, 350T-এর দাম ২.৯৯ লাখ টাকা থেকে শুরু। আগে যেখানে কিনতে খরচ হত ৩.৪৭ লাখ টাকা (এক্স-শোরুম)।

সংস্থার 350T ADV মোটরসাইকেলটির মূল্য ৩.৬৭ লাখ টাকা থেকে কমে এখন ৩.২৫ লাখ টাকা (এক্স-শোরুম) হয়েছে। ভারতে বিক্রিত জন্টিসের সর্বাধিক দামি মডেল GK350 ক্যাফে রেসারের দাম অবশ্য অপরিবর্তিত। । বর্তমানে এটি কিনতে খরচ হবে ৩.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। প্রসঙ্গত, ২০২২ সালে ভারতের বাজারে পদার্পণ করেছিল জন্টিস।

Show Full Article
Next Story