Bank Holiday Today: আজ বন্ধ থাকবে ব্যাঙ্ক, আগস্টে আর কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন

রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি বাদে জাতীয় ও আঞ্চলিক উৎসব উপলক্ষে আর পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

PUJA 10 Aug 2024 10:36 AM IST

মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় আজ ১০ অগাস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে। নিয়য় অনুযায়ী মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) আদেশ অনুসারে, আঞ্চলিক এবং জাতীয় ছুটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। তবে রাজ্য বা অঞ্চলের ভিত্তিতে এই ছুটি পরিবর্তিত হতে পারে। এছাড়া সারা দেশে রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

গ্রাহকদের মনে রাখা উচিত যে ব্যাঙ্কের ছুটির দিনগুলি ভারতে রাজ্য হিসেবে পৃথক হয়। তাই স্থানীয় ব্যাঙ্কের ছুটির তালিকা পেতে ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন।

আগস্ট মাসে ব্যাঙ্ক হলিডে

রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি বাদে জাতীয় ও আঞ্চলিক উৎসব উপলক্ষে আর পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ আগস্ট - দেশপ্রেম দিবস হিসেবে এদিন মণিপুরে একটি সরকারী ছুটির দিন। অ্যাংলো-মণিপুর যুদ্ধে ফাঁসিতে ঝুলানো মণিপুরী কমান্ডারদের স্মরণে এইদিন উদযাপিত হয়।

আগস্ট ১৫ - স্বাধীনতা দিবস, এটি একটি জাতীয় ছুটির দিন এবং সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আগস্ট ১৯ - রাখীবন্ধন, ভাই ও বোনের মধ্যে সম্পর্কের প্রতীক হিসাবে হিন্দুদের দ্বারা উদযাপিত একটি উৎসব।

২০ আগস্ট - কেরালার একটি রাষ্ট্রীয় উৎসব শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, ভারতের একজন সাধু ও সমাজ সংস্কারক নারায়ণ গুরুর জন্মবার্ষিকী উপলক্ষে এইদিন ব্যাঙ্ক বন্ধ থাকে।

২৬ আগস্ট - জন্মাষ্টমী, যা কৃষ্ণাষ্টমী নামেও পরিচিত, এটি একটি হিন্দু উৎসব। এইদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Show Full Article
Next Story