২০২২ সালে “আজাদীকা অমৃত মহোৎসব”-এর ব্যানারে “হর ঘর তিরঙ্গা” এই স্লোগানের প্রচার শুরু করা হয়। সকল ভারতবাসীকে নিজেদের ঘরে জাতীয় পতাকা উত্তোলনে অনুপ্রাণিত করার জন্যই ২ বছর আগে এই অভিযান শুরু করা হয়। আর চলতি বছরে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে আবার বিজেপি নেতৃত্বাধীন সরকার “হর ঘর তিরঙ্গা অভিযান ৩.০” এই স্লোগানের প্রচার শুরু করেছে।
আর এই প্রচারকে সফল করে তুলতে তথা ভারতের স্বাধীনতা ও ঐক্যের মহান উদযাপনকে আরো সুন্দর করে তুলতে “হর ঘর তিরঙ্গা অভিযান ৩.০”-এর অংশ হিসেবে সারাদেশের পোস্টঅফিসগুলিতে ভারতীয় জাতীয় পতাকা বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১লা আগস্ট থেকে ইন্ডিয়ান পোস্টঅফিসের ওয়েবসাইটে জাতীয় পতাকা বিক্রি করা শুরু হয়েছে, আর এটি চলবে আগামী ১৩ই আগস্ট পর্যন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সক্রিয় ভাবে এই উদ্যোগটি সমর্থন করেছেন। এছাড়াও, তিনি নাগরিকদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি পরিবর্তন করে তিন রঙা জাতীয় পতাকা ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি “হর ঘর তিরঙ্গা” ওয়েবসাইটে পতাকার সাথে তোলা সেলফিও ভাগ করে নিতে বলেছেন।
আসুন জেনে নেওয়া যাক ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে প্রাপ্ত এই জাতীয় পতাকার ধার্য্য মূল্য কত?
ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট অনুসারে প্রতিটি জাতীয় পতাকার মূল্য ২৫ টাকা ধার্য্য করা হয়েছে।
ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট থেকে কিভাবে জাতীয় পতাকা কিনবেন?
- প্রথমে https://www.epostoffice.gov.in/ProductDetails/Guest_productDetails লিঙ্কে ক্লিক করুন এবং এবং রেজিস্ট্রেশন করুন।
- তারপর আপনার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন।
- এবার “প্রোডাক্ট” বিভাগে নেভিগেট করে “ন্যাশনাল ফ্ল্যাগ” নির্বাচন করুন এবং এটি আপনার কার্টে যোগ করুন।
- তারপর “বাই নাও” চয়ন করে পুনরায় আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং ওটিপি এন্টার করুন।
- তারপর “প্রোসিড টু পেমেন্ট”-এ ক্লিক করুন।
- এবার আপনি আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ২৫ টাকা পেমেন্ট করে দিন।