ITR Refund Status Check: ইনকাম ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস কীভাবে চেক করবেন জেনে নিন
আপনি সহজেই প্যান কার্ড নম্বরের মাধ্যমে অনলাইনে রিফান্ড স্ট্যাটাস চেক করতে পারেন। স্ট্যাটাস চেক করতে আপনাকে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরির (NSDL) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
আইটিআর ফাইলিং (ITR Filling 2024) এর পরে, করদাতারা ট্যাক্স রিফান্ডের জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট অনুযায়ী, আয়কর বিভাগ করদাতার অ্যাকাউন্টে রিফান্ড পাঠাতে শুরু করেছে। যদিও আইটিআর ফাইলিংয়ে কোনও ভুল হলে, রিফান্ড এই মুহূর্তে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি যদি আইটিআর ফাইলিং করেন এবং রিফান্ড স্ট্যাটাস চেক করতে চান তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। এখানে আমরা আইটিআর রিফান্ড স্ট্যাটাস জানার পদ্ধতি জানাবো।
শুরুতেই বলি, আপনি সহজেই প্যান কার্ড নম্বরের মাধ্যমে অনলাইনে রিফান্ড স্ট্যাটাস চেক করতে পারেন। স্ট্যাটাস চেক করতে আপনাকে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরির (NSDL) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
আইটিআর রিফান্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন
১) প্রথমে আয়কর ই-ফাইলিং পোর্টালে যান (incometax.gov.in)।
২) এবার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে।
৩) এরপর 'ই-ফাইল'-এর অপশন সিলেক্ট করার পর ভিউ ফাইল রিটার্নে ক্লিক করতে হবে।
৪) এখন বছর নির্বাচন করার পরে, আইটিআর রিফান্ডের স্ট্যাটাস জানা যাবে।
এনএসডিএল ওয়েবসাইট থেকে আইটিআর রিফান্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন
- প্রথমে যান এনএসডিএলের অফিসিয়াল ওয়েবসাইটে।
- এবার অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করার পর ক্যাপচা কোড পূরণ করুন।
- এরপরে, আপনাকে স্ক্রিনে আইটিআর রিফান্ডের স্ট্যাটাস দেখানো হবে।
এই বিষয়গুলি মাথায় রাখুন
আইটিআর রিফান্ডের স্ট্যাটাস চেক করতে আপনার অবশ্যই একটি আইডি ও পাসওয়ার্ড থাকতে হবে। এর মাধ্যমে আপনি ই-ফাইলিং পোর্টালে লগ ইন করতে পারবেন।
যদি আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি রিফান্ড স্ট্যাটাস চেক করতে পারবেন না।
আইটিআরের একটি স্বীকৃতি নম্বর থাকা খুব গুরুত্বপূর্ণ।
আপনি সহজেই প্যান কার্ড নম্বরের মাধ্যমে অনলাইনে রিফান্ড স্ট্যাটাস চেক করতে পারেন। স্ট্যাটাস চেক করতে আপনাকে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরির (NSDL) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।