অক্টোবরেই ‘আচ্ছে দিন’ দেশে, 5G লঞ্চ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, শীঘ্রই ভারতে চালু হচ্ছে 5G পরিষেবা। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মোবাইল কংগ্রেসে 5G কেন্দ্রিক পরিষেবাগুলি উদ্বোধন…

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, শীঘ্রই ভারতে চালু হচ্ছে 5G পরিষেবা। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মোবাইল কংগ্রেসে 5G কেন্দ্রিক পরিষেবাগুলি উদ্বোধন করবেন৷ উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ৫জি স্পেকট্রাম নিলাম শেষ হয়েছিল, যেখানে টেলিকম অপারেটররা মোট উপলব্ধ স্পেকট্রামের ৭১ শতাংশ কিনতে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা খরচ করেছে। রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel)-এর মতো শীর্ষস্থানীয় টেলিকম অপারেটররা শীঘ্রই ভারতে ৫জি পরিষেবা চালু করার কথা নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে আশা করা হচ্ছে যে, 5G নেটওয়ার্ক ১৫ অক্টোবর নাগাদ রোল আউট হবে। তবে, টেলিকম অপারেটররা কখন আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবাগুলি রোল আউট করার পরিকল্পনা করছে, তার সঠিক তারিখ এখনও ঘোষণা করেনি।

ঘোষিত হল ভারতে 5G পরিষেবা রোলআউটের তারিখ

ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন টুইটারে নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অক্টোবরের শুরুতেই দেশে ৫জি পরিষেবা চালু করবেন। প্রধানমন্ত্রী ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (India Mobile Congress)-এ পরিষেবাগুলির উদ্বোধন করবেন, যা ১ অক্টোবর থেকে শুরু হবে। প্রথম ধাপে ৫জি নেটওয়ার্ক ২২টি শহরে চালু করা হবে। ২২টি শহরের মধ্যে রয়েছে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, পুনে, চণ্ডীগড়, বেঙ্গালুরু, আহমেদাবাদ, ইত্যাদি। টেলিকম কোম্পানিগুলি যত তাড়াতাড়ি সম্ভব ভারতের অন্যান্য শহর এবং গ্রামীণ এলাকায় তাদের পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক উপলব্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রসঙ্গত, রিলায়েন্স ইতিমধ্যেই জানিয়েছে যে, তারা ভারতের শীর্ষ ১,০০০টি শহরে ৫জি কভারেজ রোলআউট করার পরিকল্পনা সম্পন্ন করেছে। প্রসঙ্গত, এই টেলকোটি ৫জি স্পেকট্রাম নিলামে সর্বোচ্চ দরদাতা ছিল এবং ৮৮,০০০ কোটি টাকার বেশি মূল্যের স্পেকট্রাম কিনেছিল। আম্বানি পরিবারের মালিকানাধীন টেলকোটি ৭০০ মেগাহার্টজ, ৮০০ মেগাহার্টজ, ১,৮০০ মেগাহার্টজ, ৩৩০০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজের ব্যান্ডগুলি কিনেছে।

অন্যদিকে, এয়ারটেল (Airtel) ভারতে শীঘ্রই ৫জি পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। কোম্পানি অক্টোবরের শুরুতে ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক রোলআউটে শুধুমাত্র মেট্রো এবং টিয়ার ১ শহরগুলি অন্তর্ভুক্ত থাকবে। এয়ারটেল জানিয়েছে যে, তারা ২০২৩ সালের শেষ নাগাদ ভারতব্যাপী ৫জি নেটওয়ার্ক সরবরাহ করবে। সুনীল মিত্তালের নেতৃত্বাধীন টেলিকোটি ৪৩,০৮৪ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে। এছাড়া, ভোডাফোন-আইডিয়া (Vi) ছিল তৃতীয় সর্বোচ্চ দরদাতা, যারা ১৮,০০০ কোটি টাকার বেশি মূল্যের স্পেকট্রাম কিনেছে।