আরও দুটি শহরে চালু হল Airtel 5G নেটওয়ার্ক, কিভাবে ফোনে অ্যাক্টিভেট করবেন

টেলিকম সংস্থা Bharti Airtel (ভারতী এয়ারটেল) শুক্রবার (৬ জানুয়ারি) হরিয়ানার আরও দুটি শহর, হিসার এবং রোহতকে তাদের ৫জি পরিষেবা চালু করল। এয়ারটেল ইতিমধ্যেই হরিয়ানার গুরুগ্রাম…

টেলিকম সংস্থা Bharti Airtel (ভারতী এয়ারটেল) শুক্রবার (৬ জানুয়ারি) হরিয়ানার আরও দুটি শহর, হিসার এবং রোহতকে তাদের ৫জি পরিষেবা চালু করল। এয়ারটেল ইতিমধ্যেই হরিয়ানার গুরুগ্রাম এবং পানিপথ-এ ৫জি পরিষেবা লঞ্চ করেছে। এখন আরও দুটি শহরে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা উপলব্ধ হল। উল্লেখ্য, এয়ারটেল এই সপ্তাহে ইন্দোরে ৫জি চালু করেছে।

২০২৩ সালের শেষের দিকে সব শহরেই Airtel 5G পরিষেবা পাওয়া যাবে

জানিয়ে রাখি, এয়ারটেল ৫জি প্লাস এখন জম্মু ও কাশ্মীর, ইন্দোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, নাগপুর, বারাণসী, পানিপথ, গুরুগ্রাম, গুয়াহাটি, পাটনা, লখনউ, সিমলা, ইম্ফল, আহমেদাবাদ, ভাইজাগ এবং পুনে সহ দেশের বেশ কয়েকটি শহরে লাইভ হয়েছে। সংস্থাটির লক্ষ্য এই বছরের শেষের দিকে ভারতের সমস্ত প্রধান শহরগুলিতে ৫জি কভারেজ দেওয়া।

দু’বছর আগে থেকে পরীক্ষা শুরু করেছিল Airtel

এয়ারটেল ২০২১ সাল থেকে ৫জি নেটওয়ার্কের পরীক্ষা শুরু করেছিল এবং তারাই ভারতে আনুষ্ঠানিকভাবে ৫জি চালু করা প্রথম টেলিকম অপারেটর। এয়ারটেল ব্যবহারকারীরা তাদের বিদ্যমান ৪জি সিমেই ৫জি পরিষেবা ব্যবহার করতে পারবেন। এছাড়াও, বিদ্যমান রিচার্জ প্ল্যানে 5G ডেটা পাবে। এয়ারটেলের দাবি, তাদের ৫জি ইন্টারনেট পরিষেবা ৪জি-র থেকে ২০ থেকে ৩০ গুণ বেশি দ্রুত।

কিভাবে ফোনে Airtel 5G অ্যাক্টিভেট করবেন

আপনার ফোনে এয়ারটেল ৫জি সক্রিয় করতে, প্রথমে ফোনের সেটিংসে চলে যান। এবার এখান থেকে ‘মোবাইল নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন এবং ‘সিম’ বেছে নিন। এখন আপনাকে পছন্দের ‘নেটওয়ার্ক টাইপ’ বিকল্পে গিয়ে ‘৫জি’ সেট করতে হবে। এরপর আপনি এয়ারটেল ৫জি ব্যবহার করতে পারবেন।