ভালো পরিষেবা দেওয়ার পুরস্কার, Jio ও Vi-কে পিছনে ফেলে সর্বোচ্চ গ্রাহক যোগ করল Airtel

ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ( TRAI )-র রিপোর্ট অনুযায়ী নভেম্বর ২০২৩-এ Bharti Airtel সবচেয়ে বেশি সংখ্যক ওয়্যারলেস ব্রডব্যান্ড গ্রাহক যোগ করেছে। এই সময়ে সংস্থাটি মোট…

ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ( TRAI )-র রিপোর্ট অনুযায়ী নভেম্বর ২০২৩-এ Bharti Airtel সবচেয়ে বেশি সংখ্যক ওয়্যারলেস ব্রডব্যান্ড গ্রাহক যোগ করেছে। এই সময়ে সংস্থাটি মোট ৩.৯৮ মিলিয়ন গ্রাহক যুক্ত করে ভারতীয় টেলিকম বাজারে প্রথম স্থান দখল করেছে। আর Reliance jio এবং Vodafone Idea-র সাথে যুক্ত হয়েছে যথাক্রমে ৩.৪৫ মিলিয়ন এবং ০.৯৪ মিলিয়ন গ্রাহক।

নভেম্বরের পরে Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea এবং BSNL-এর মোট ওয়্যারলেস ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৪৫৫.৮২ মিলিয়ন, ২৫৫.০৭ মিলিয়ন, ১২৬.৬৩ মিলিয়ন এবং ২০.৮৫ মিলিয়ন।

ওয়্যারলেস ব্রডব্যান্ড গ্রাহক (Wireless Broadband Subscribers)

যদিও ৩জি, ৪জি এবং ৫জি ব্যবহারকারীদের ওয়্যারলেস ব্রডব্যান্ড গ্রাহক হিসেবে উল্লেখ করা হয়। তবে, বর্তমানে Airtel, Vodafone Idea এবং Reliance Jio-এর মতো অপারেটররা আর ৩জি পরিষেবা অফার করে না, তাই এদের ক্ষেত্রে ওয়্যারলেস ব্রডব্যান্ড গ্রাহক বলতে ৪জি এবং ৫জি ব্যবহারকারীদের বোঝানো হয়ে থাকে।

মার্কেট শেয়ার (Market Share)

নভেম্বরে ওয়্যারলেস গ্রাহকের নিরিখে রিলায়েন্স জিও ৩৯.৪৯ শতাংশ, ভারতী এয়ারটেল ৩২.৯১ শতাংশ, ভোডাফোন আইডিয়া ১৯.৪৪ শতাংশ, বিএসএনএল ৭.৯৪ শতাংশ এবং এমটিএনএল ০.১৭ শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে।

সক্রিয় গ্রাহক

ট্রাইয়ের রিপোর্টে বলা হয়েছে, নভেম্বরে ভারতী এয়ারটেলের কাছে ৯৮.৫৯ শতাংশ সক্রিয় গ্রাহক আছে। আর রিলায়েন্স জিও-র দখলে ৯২.৮৭ শতাংশ, ভোডাফোন আইডিয়া-র দখলে ৮৮.৪৬ শতাংশ, বিএসএনএল-র দখলে ৫৩.২৮ শতাংশ এবং এমটিএনএল-র দখলে ২৬.৩৬ শতাংশ সক্রিয় গ্রাহক আছে।