Jio কে টেক্কা Airtel এর, কম খরচে আনলিমিটেড কল, ডেটা সহ দিচ্ছে OTT প্ল্যাটফর্ম দেখার সুযোগ

Airtel-এর পোর্টফোলিওতে ৫৯৯ টাকার এমন একটি প্ল্যান উপস্থিত, যেটি গ্রাহকদের আনলিমিটেড কল এবং আনলিমিটেড ডেটার সাথে বিনামূল্যে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও প্রদান করে। আর আপনি যদি…

Airtel-এর পোর্টফোলিওতে ৫৯৯ টাকার এমন একটি প্ল্যান উপস্থিত, যেটি গ্রাহকদের আনলিমিটেড কল এবং আনলিমিটেড ডেটার সাথে বিনামূল্যে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও প্রদান করে। আর আপনি যদি এই ধরনেরই কোনো প্ল্যান রিচার্জ করতে চান তাহলে এই পোস্টপেড প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে। কারণ, এই প্ল্যানে গ্রাহকেরা ভয়েস কল এবং আনলিমিটেড ডেটা ছাড়াও Amazon Prime Video এবং Disney Plus Hotstar-এর মতো দুটি বড় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

Airtel-এর ৫৯৯ টাকার পোস্টপেড প্ল্যান

উপরেই বলা হয়েছে Airtel-এর ৫৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে আনলিমিটেড ডেটা এবং কলিং সুবিধা অফার করা হয়। আর এর সাথেই প্রতিদিন ১০০টি এসএমএস সুবিধাও পাওয়া যায়। এছাড়াও, এই পোস্টপেড প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা একটি রেগুলার এবং একটি ফ্রি ফ্যামিলি অ্যাড-অন সিম পেয়ে থাকেন। আর এর সঙ্গেই পাবেন Amazon Prime Video এবং Disney Plus Hotstar-এর মতো দুটি বড় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পুরোপুরি বিনামূল্যে।

Jio-র ৫৯৯ টাকার পোস্টপেড প্ল্যান

প্রসঙ্গত জানিয়ে রাখি, Jio-র কাছেও ৫৯৯ টাকার একটি পোস্টপেড প্ল্যান বিদ্যমান। যার সাথে Airtel-এর মতোই আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা সহ ১০০টি এসএমএস অফার করা হয়। আর এর সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সহ অন্যান্য জিও অ্যাপগুলি বিনামূল্যে অ্যাক্সেস করা যায়।

Airtel বনাম Jio-র ৫৯৯ টাকার পোস্টপেড প্ল্যান

Jio-র অফার করা ৫৯৯ টাকার প্ল্যানের তুলনায় Airtel-এর প্ল্যানটি এক ধাপ এগিয়ে। কারণ দুটি প্ল্যানে একরকম সুবিধা অফার করা হলেও Airtel বড় দুটি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অফার করে, যা Jio করেনা।