Aadhaar: প্রতিটি মোবাইল নম্বরের সাথে যুক্ত থাকবে আধার নম্বর, সরকার আনছে নতুন নিয়ম

স্মার্টফোনের ওপর সাধারণ মানুষের ক্রমবর্ধমান নির্ভরশীলতাকে হাতিয়ার করে এখন প্রতারণার নানা ফাঁদ পাতা হচ্ছে। বিশেষ করে ব্যাংক জালিয়াতির মত ঘটনার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ভুয়ো…

স্মার্টফোনের ওপর সাধারণ মানুষের ক্রমবর্ধমান নির্ভরশীলতাকে হাতিয়ার করে এখন প্রতারণার নানা ফাঁদ পাতা হচ্ছে। বিশেষ করে ব্যাংক জালিয়াতির মত ঘটনার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ভুয়ো ফোন কল। নকল মোবাইল নম্বর ব্যবহার করে আজকাল জালিয়াতরা মোবাইল ইউজারদের নানাভাবে বোকা বানানোর চেষ্টা করছে, আর এইসব ব্যক্তিদের শনাক্ত করাও বেশ কঠিন হয়ে পড়ছে। এমত পরিস্থিতিতে বহু জল্পনার পর কেন্দ্র সরকার এবার মোবাইল কলিংয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন কার্যকরী করতে চলেছে বলে মনে হচ্ছে, যাতে ভুয়ো কল এবং জালিয়াতি সহজেই কমানো সম্ভব হবে। আসলে গত মে মাস থেকে শোনা যাচ্ছে যে, কেন্দ্র, TRAI (টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া)-এর সাথে মিলে একটি নতুন কেওয়াইসি (KYC) ভিত্তিক কলিং সিস্টেম চালু করবে, যার ফলে Truecaller অ্যাপ ছাড়াই কারো ফোনে ইনকামিং কল আসা মাত্রই অপর প্রান্তে থাকা ব্যক্তির মোবাইল নম্বরের সাথে তাদের আসল নাম ও ফটো দৃশ্যমান হবে। খুব শীঘ্রই TRAI এই কলার আইডেন্টিটি সিস্টেম সম্পর্কে ঘোষণা করবে বলেও জানা গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, কীভাবে এই কেওয়াইসি ভিত্তিক কলিং সিস্টেম কাজ করবে? সম্প্রতি এই বিষয়টিও অনেকটাই খোলসা হয়েছে।

প্রতিটি নম্বরের সাথে যুক্ত করতে হবে Aadhaar

শোনা যাচ্ছে যে নতুন কেওয়াইসি ভিত্তিক কলিং সিস্টেম চালু করার জন্য সরকার দুই ধরনের ব্যবস্থা কাজে লাগাতে পারে – এর মধ্যে প্রথমটি হবে আধার কার্ড ভিত্তিক এবং দ্বিতীয় বিকল্পটি বেছে নিলে সিম কার্ড ভিত্তিক কেওয়াইসি করাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন সিস্টেমে আধার কার্ড ভিত্তিক কেওয়াইসির ক্ষেত্রে সমস্ত মোবাইল নম্বর আধার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে, যাতে যখনই কোনো ব্যক্তি কাউকে কল করবেন তখন রিসিভারের কাছে কলকারীর মোবাইল নম্বরের সাথে তার আধার কার্ডে নথিভুক্ত নাম প্রদর্শিত হবে।

আবার সিম কার্ড ভিত্তিক কেওয়াইসির জন্য, সরকার সিমকার্ড কেনার সময় প্রদত্ত নথির ভিত্তিতে এক একজনের ছবি তার নম্বর সংযুক্ত করবে বলে মনে হচ্ছে। এতে সিম কেনার সময় কোনো ব্যক্তি যে ছবি দেবেন, কল করার সময় তার সেই ছবিই রিসিভারের স্ক্রিনে দেখা যাবে।

Truecaller-এর দিন শেষ!

অপরিচিত নম্বর সম্পর্কে তথ্য পেতে আমরা আকছার ট্রুকলার প্ল্যাটফর্মটি ব্যবহার করি। কিন্তু এতে কোনো ব্যক্তির আসল নাম বা ছবি শনাক্ত করার তেমন সম্ভাবনা থাকেনা, কারণ এই প্ল্যাটফর্মটির ডেটা (নাম, ছবি) যে কেউ ইচ্ছেমত পরিবর্তন করতে পারেন। তবে ট্রাইয়ের আসন্ন কলার আইডি সিস্টেমে এমনটা হওয়ার সম্ভাবনা থাকবেনা; বরঞ্চ এই সিস্টেম কার্যকর হওয়ার পর, কোনো ব্যক্তি তার পরিচয় গোপন করতে পারবেননা এবং প্রতারকদের চিহ্নিত করা যাবে বলে আশা করা হচ্ছে। যদিও আদৌ TRAI সমস্ত ভুয়ো কলারদেরকে জব্দ করতে পারবে কিনা, তা বলবে সময়ই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *