গরম পড়তেই Jio-র ঘাম ছোটালো Airtel, কম দামে রিচার্জ করে পাবেন বেশি ভ্যালিডিটি, ডেটাও

Best 2 Month Recharge Plan: প্রতি মাসে রিচার্জ করার বিষয়টি পকেটের জন্য হালকা ব্যাপার হলেও, অনেকেই এই ব্যস্ত জীবনে বারবার রিচার্জ করতে করতে গিয়ে একটু…

Best 2 Month Recharge Plan: প্রতি মাসে রিচার্জ করার বিষয়টি পকেটের জন্য হালকা ব্যাপার হলেও, অনেকেই এই ব্যস্ত জীবনে বারবার রিচার্জ করতে করতে গিয়ে একটু ঘেঁটে যান। সেক্ষেত্রে আপনি যদি এখন 2 মাস চলবে এমন প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে আপনার অনুসন্ধান আমাদের এই প্রতিবেদনে এসে খতম হবে! আসলে, বাজারে নানা দামের নানা সুবিধার রিচার্জ অপশন উপলব্ধ থাকলেও, এখানে আমরা Reliance Jio এবং Bharti Airtel-এর এমন দুটি প্ল্যানের কথা বলব, যেগুলি 500 টাকার কাছাকাছি দামে 60 দিনের বৈধতা অফার করবে। এগুলিতে ডেটা, কল এবং এসএমএসের ভরপুর জোগান মিলবে। কিন্তু সুবিধার নিরিখে Jio নাকি Airtel, কে এগিয়ে থাকছে? আসুন, এখন বিশদ জেনে নিই।

500 টাকায় 2 মাসের জন্য রিচার্জ করতে পারেন এই দুটি প্ল্যান

Airtel-এর 519 টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্রিপেইড প্ল্যানটি 60 দিনের বৈধতার সাথে আসে। এতে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ 100টি এসএমএস এবং 1.5 জিবি ডেটা/প্রতিদিন পাওয়া যায়। এছাড়াও অতিরিক্ত বেনিফিট হিসেবে রিচার্জকারীরা Apollo 24/7 Circle, 100 টাকার Fastag ক্যাশব্যাক, ফ্রি Hellotunes এবং Wynk Music-এর অ্যাক্সেস পাবেন।

Jio-এর 529 টাকার প্ল্যান: শীর্ষস্থানীয় টেলকোর এই প্ল্যান 56 দিনের ভ্যালিডিটির সাথে আসে যাতে প্রতিদিন 1.5 জিবি ডেটা, 100টি করে এসএমএস এবং সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। এছাড়াও এটি বিনামূল্যে JioSaavn Pro সাবস্ক্রিপশন, আনলিমিটেড 5জি (5G) ডেটা এবং অন্যান্য জিও অ্যাপগুলিতে অ্যাক্সেস দেয়।

Airtel Vs Jio: 500 টাকার কাছাকাছি দামে কার প্ল্যান সেরা?

তুলনামূলকভাবে এয়ারটেল এবং জিও উভয়ের প্ল্যানের দামে মাত্র 10 টাকার পার্থক্য রয়েছে – এক্ষেত্রে জিওর রিচার্জ প্ল্যানটির দাম বেশি, কিন্তু ভ্যালিডিটি কম। এতে করে জিও মোট 84 জিবি ডেটা দেয়, কিন্তু এয়ারটেল কানেকশনে মোট 90 জিবি ডেটা মেলে। ফলত, এয়ারটেলের প্ল্যানটিই যে রিচার্জের জন্য সেরা তাতে কোনো সন্দেহ নেই!