Airtel আনল ২৮৯ টাকার নতুন প্ল্যান, এক রিচার্জে ৩৫ দিন পাবেন আনলিমিটেড কল, ডেটা

এই বাজারে গ্রাহকদের সুবিধা দিতে শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি একাধিক পদক্ষেপ নিয়ে থাকে। সেক্ষেত্রে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Bharti Airtel সম্প্রতি নিজের প্রিপেইড গ্রাহকদের জন্য একটি…

এই বাজারে গ্রাহকদের সুবিধা দিতে শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানিগুলি একাধিক পদক্ষেপ নিয়ে থাকে। সেক্ষেত্রে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Bharti Airtel সম্প্রতি নিজের প্রিপেইড গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যাতে একমাসের বেশি ভ্যালিডিটি, পর্যাপ্ত ডেটা, এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের বেনিফিট পাবেন। আর এটি রিচার্জ করতেও বেশি খরচ হবেনা – মাত্র ২৮৯ টাকা মানে ৫০০ টাকার কমে এই প্ল্যান ব্যবহার করা যাবে। আসুন, এখন Airtel-এর ২৮৯ টাকার এই নয়া প্ল্যান সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

২৮৯ টাকায় নতুন প্ল্যান, কী সুবিধা দিচ্ছে Airtel?

সদ্য লঞ্চ হওয়া ২৮৯ টাকার এয়ারটেল প্ল্যানে ৪ জিবি ডেটা, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং ইত্যাদির সুবিধা পাওয়া যাবে; বৈধতা ৩৫ দিন। এর সাথে এক্সট্রা বেনিফিট হিসেবে মিলবে ফ্রি হ্যালোটিউনস, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং উইঙ্ক মিউজিক (Wynk Music)-এর সাবস্ক্রিপশন। যারা মোবাইল ডেটা এবং টেক্সট এসএমএস খুব বেশি ব্যবহার করেননা, তারা এই প্ল্যানটি বেছে নিতে পারেন – এতে একদিকে যেমন খুব বেশি খরচ হবেনা, তেমনই বেশি ভ্যালিডিটিও পাওয়া যাবে। উপরন্তু এতে ৫জি (5G) ব্যবহারের সুবিধাও মিলবে।

প্রসঙ্গত, গ্রাহকরা এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট, মাই-এয়ারটেল (MyAirtel) অ্যাপ এবং রিটেল আউটলেটগুলি থেকে এই প্ল্যান দিয়ে তাদের প্রিপেইড নম্বরটি রিচার্জ করতে পারেন।

এর আগেও ২৮৯ টাকার প্ল্যান ছিল

উল্লেখ্য, এয়ারটেল প্রাথমিকভাবে ২০২০ সালে ২৮৯ টাকা দামেই একটি প্ল্যান লঞ্চ করেছিল যাতে ২৮ দিনের মেয়াদে দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস/রোজ এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যেতো। এছাড়াও এতে মিলতো জি৫ (Zee5)-এর ফ্রি অ্যাক্সেস। কিন্তু সেইসব এখন অতীত!