রোজ 10 টাকা খরচে Airtel দিচ্ছে Unlimited ডেটা, কলের সাথে 15টিরও বেশি OTT সাবস্ক্রিপশন

এই কয়েক বছরে ভারতের টেলিকম বাজারের পরিবর্তনের সাথে সাথে নিজেকে অনেক বদলে ফেলেছে Bharti Airtel। এখন এই সংস্থাটি দেশের দ্বিতীয় শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর, যে কিনা…

এই কয়েক বছরে ভারতের টেলিকম বাজারের পরিবর্তনের সাথে সাথে নিজেকে অনেক বদলে ফেলেছে Bharti Airtel। এখন এই সংস্থাটি দেশের দ্বিতীয় শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর, যে কিনা Jio-র সাথে তালে তাল মিলিয়ে ব্যবসা চালাচ্ছে। বর্তমানে 5G পরিষেবা নিয়েও যথেষ্ট চর্চিত Airtel-এর নাম। সেক্ষেত্রে গ্রাহকদের সুবিধার্থে তারা অনেক প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। কিন্তু আপনি যদি Airtel ইউজার হন, তাহলে আজ আমরা আপনাকে এমন একটি প্রিপেইড প্ল্যানের সন্ধান দেব যাতে প্রচুর ডেটার পাশাপাশি লম্বা ভ্যালিডিটি, Disney+Hotstar সাবস্ক্রিপশন ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। এর দৈনিক খরচ পড়বে ১০ টাকারও কম।

এক রিচার্জে দেদার পরিষেবা পাবেন Airtel-এর এই প্ল্যানে

আমরা আজ এয়ারটেলের যে প্ল্যানের কথা বলছি, তার দাম ৮৩৯ টাকা। এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সাথে আসে। আবার এতে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস ব্যবহার করার সুবিধা মিলবে। একইসাথে এটি রিচার্জ করলে আনলিমিটেড ৫জি ডেটা হাতের মুঠোয় পেয়ে যাবেন।

সুবিধার এখানেই শেষ নয়, ৮৩৯ টাকার প্ল্যানে বিনামূল্যে অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24|7 Circle), হ্যালোটিউনস (Hellotunes), উইঙ্ক মিউজিক /Wynk Music) এবং রিওয়ার্ডস-মিনি (RewardsMini) সাবস্ক্রিপশন পাবেন। কম্প্লিমেন্টরি বেনিফিট হিসেবে মিলবে ৩ মাসের ফ্রি ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন এবং আরও ১৫টির কাছাকাছি ওটিটি (OTT) প্ল্যাটফর্মের বিনামূল্যে অ্যাক্সেসও। আসলে এটি এয়ারটেল এক্সস্ট্রিম প্লে (Airtel Xstream Play)-র অ্যাক্সেস দেবে, যেখান থেকে একসাথে ১৫টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট উপভোগ করা যাবে।

তাহলেই দেখতে পাচ্ছেন যে, উল্লিখিত এয়ারটেল প্ল্যানটি রিচার্জ করলে এক খরচে কত কিছু বেনিফিট পাওয়া যাচ্ছে। আর হিসেব করলে এর দৈনিক গড় খরচ ৯.৯ টাকা অর্থাৎ ১০ টাকার কাছাকাছি। তাই যারা প্রচুর কল করেন বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এটি কম খরচে দারুণ বিকল্প।