মাত্র 2.80 টাকায় রোজ আনলিমিটেড কল, ডেটা: Jio, Airtel-দের ঘুম ওড়াচ্ছে এই 70 দিনের রিচার্জ প্ল্যান

BSNL 197 plan: Reliance Jio, Bharti Airtel প্রভৃতি প্রাইভেট প্রতিষ্ঠানগুলির মতো ইউজারবেস, মার্কেট শেয়ার কিংবা পরিষেবার নিরিখে জনপ্রিয়তা না থাকলেও, ভারত সরকারের নিজস্ব টেলিকম সংস্থা…

BSNL 197 plan: Reliance Jio, Bharti Airtel প্রভৃতি প্রাইভেট প্রতিষ্ঠানগুলির মতো ইউজারবেস, মার্কেট শেয়ার কিংবা পরিষেবার নিরিখে জনপ্রিয়তা না থাকলেও, ভারত সরকারের নিজস্ব টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited বা BSNL-এর পোর্টফোলিওতে কিন্তু বেশ অনন্য কিছু রিচার্জ প্ল্যান আছে, যেগুলি এই মূল্যবৃদ্ধির জমানায় দাঁড়িয়েও সস্তায় ব্যবহার করা যায়। যেমন এখন এই অপারেটরের ৭০ দিনের ভ্যালিডিটিওয়ালা প্ল্যান, Jio এবং Airtel-এর চিন্তা বাড়িয়ে তুলেছে – প্ল্যানটিতে প্রতিদিন ২.৮০ টাকা খরচে ডেটা-এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা দিচ্ছে BSNL। আসুন তবে, BSNL-এর এই সস্তা-সুন্দর প্ল্যান সম্পর্কে সবকিছু জেনে নিই।

BSNL 197: ২০০ টাকার কমে এই প্ল্যানে পাবেন দেদার সুবিধা

আমরা আজ বিএসএনএলের যে প্ল্যানটি সম্পর্কে কথা বলছি, সেটি হল সংস্থার ১৯৭ টাকার প্রিপেইড প্ল্যান। এর বৈধতা ৭০ দিন বৈধতা অর্থাৎ দুই মাসেরও বেশি এবং দিনপিছু গড় খরচ ২.৮০ টাকার কাছাকাছি। এক্ষেত্রে এটি রিচার্জ করলে রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং (লোকাল+এসটিডি) এবং প্রতিদিন ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধা মিলবে। সাথে থাকবে জিং (Zing)-এর ফ্রি অ্যাক্সেসও।

তবে মনে রাখতে হবে যে, এই বিএসএনএল প্ল্যানের ডেটা, কলিং, এসএমএস বা ওটিটি বেনিফিট কিন্তু মাত্র রিচার্জের প্রথম ১৫ দিন কাজে লাগানো যাবে। এই সময় অতিবাহিত হলে এবং কোনো এক্সট্রা বা অ্যাড-অন রিচার্জ না করা থাকলে আপনি কলিং, ডেটাসহ অন্যান্য সুবিধা পাবেননা, তবে আপনার সিমটি বাকি ৫৫ দিন সক্রিয় থাকবে এবং আপনি ইনকামিং কল রিসিভ করতে পারবেন।

অতএব, আপনি যদি সেকেন্ডারি সিম হিসেবে বিএসএনএলের কানেকশন ব্যবহার করে থাকেন, আর সেটি দীর্ঘদিন ধরে সচল রাখতে চান, তাহলে উল্লিখিত প্ল্যানটি হতে পারে রিচার্জের বেস্ট অপশন। এই প্ল্যানটি বিএসএনএলের বেশিরভাগ সার্কেলেই উপলব্ধ। প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম ১৯৭ টাকার প্ল্যান লঞ্চ করেছিল বিএসএনএল। ওই সময় ১৯৭ টাকার এই প্ল্যানে ১৮ দিনের ফ্রিবিজ়সহ ১৮০ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। কিন্তু পরে কোম্পানি এতে পরিবর্তন এনে সুবিধা কমিয়ে দেয়।