পিওসি ট্রায়াল শেষ, BSNL 4G পরিষেবা দ্রুত চালু হচ্ছে ভারতে

বিগত একমাস ধরে দেশের প্রধান প্রধান শহরগুলিতে চালু হয়েছে 5G পরিষেবা, মানে এখন ভারতের মোবাইল ফোন ইউজাররা কমবেশি পঞ্চম প্রজন্মের হাইস্পিড নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করতে…

বিগত একমাস ধরে দেশের প্রধান প্রধান শহরগুলিতে চালু হয়েছে 5G পরিষেবা, মানে এখন ভারতের মোবাইল ফোন ইউজাররা কমবেশি পঞ্চম প্রজন্মের হাইস্পিড নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করতে পারছেন। কিন্তু এই পরিষেবার সূচনা হয়েছে Reliance Jio বা Airtel-এর মত প্রাইভেট টেলিকম কোম্পানির হাত ধরে, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর সার্ভিস যে তিমিরে ছিল সেই তিমিরেই আটকে আছে। আসলে বহুদিন ধরে অনেক গ্রাহকই BSNL 4G পরিষেবার জন্য অপেক্ষা করছেন। অথচ যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি 5G প্রযুক্তি এনেছে, সেখানে ভারত সঞ্চার নিগম লিমিটেড এখনও 4G পরিষেবাই চালু করেনি। তবে এবার BSNL গ্রাহকদের যাবতীয় অপেক্ষা এবং ক্ষোভের অবসান হতে চলেছে বলে মনে হচ্ছে। কারণ শোনা যাচ্ছে, খুব শীঘ্রই কোম্পানিটি তাদের 4G সার্ভিস চালু করবে; এমনকি তারা চালু করতে পারে 5G পরিষেবাও। 

জানুয়ারীতেই মিলবে BSNL 4G পরিষেবা?

সম্প্রতি বিএসএনএলকে নিয়ে যে সমস্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তার ভিত্তিতে বলা যায় পরের বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারীতে এই বহু প্রতীক্ষিত পরিষেবা চালু হবে। এমনকি গত মাসের শেষে সংস্থাটি চণ্ডীগড়ে ৪জি পিওসি (PoC) বা প্রুফ অফ কনসেপ্ট ট্রায়াল সম্পন্ন করেছে বলেও শোনা গিয়েছে। আর সমস্ত কিছু মিলিয়েই এই পরিষেবা আগমনের সম্ভাবনা জোরালো হয়েছে।

শুধু তাই নয়, এই বিষয়ে জল্পনা বাড়িয়েছে বিএসএনএল নিজেও। দিন কয়েক আগে তারা টুইটারে একজনের পোস্টের রিপ্লাইয়ে জানিয়েছে যে আগামী বছরের শুরুতে তাদের ৪জি পরিষেবা চালু হতে পারে, তবে এর সঠিক তারিখ বলা কঠিন। আবার আগামী বছর বিএসএনএল গ্রাহকরা ৪জি পরিষেবা পাবেন, এমনটা কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও একাধিক অনুষ্ঠানে বলেছেন।

TCS-এর সাথে কাজ করছে BSNL

বর্তমানে এই বহু পুরনো টেলিকম কোম্পানিটি বিএসএনএল ৪জি নেটওয়ার্ক বিকাশের জন্য টিসিএস (TCS)-এর সাথে যৌথভাবে কাজ করছে। আর দুই সংস্থার চলমান চুক্তির কারণে বিএসএনএলের জন্য বিশ্ববাজারের দরজা খুলে যাবে বলেই মনে করছে কোম্পানিটি। যদিও বিএসএনএল এবং টিসিএস এখনও বাণিজ্যিক শর্তাদি নির্ধারণ করেনি। তবে শোনা যাচ্ছে কোম্পানিটি ১ লাখ সাইটে (জায়গায়) দেশীয় ৪জি প্রযুক্তি ইনস্টল করতে চায়।