ফ্রি-তে 4G সিম দেবে BSNL, নতুন নেটওয়ার্ক লঞ্চের প্রাক্কালে গ্রাহকদের ডিজিটাল আবেদন করতে হবে

ইন্ডিয়ান টেলিকম মার্কেট এবং ভারতে বসবাসকারী বহু মানুষ দীর্ঘদিন ধরে BSNL বা Bharat Sanchar Nigam Limited-এর 4G সার্ভিস লঞ্চ নিয়ে অপেক্ষা করছেন। এদেশে 5G নেটওয়ার্ক…

ইন্ডিয়ান টেলিকম মার্কেট এবং ভারতে বসবাসকারী বহু মানুষ দীর্ঘদিন ধরে BSNL বা Bharat Sanchar Nigam Limited-এর 4G সার্ভিস লঞ্চ নিয়ে অপেক্ষা করছেন। এদেশে 5G নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকে সেই অপেক্ষা এবং আলোচনা – দুইয়েরই পারদ চড়েছে। তবে সাম্প্রতিক দিনগুলিতে এই বিষয়ে খুশির খবরই দিচ্ছে BSNL – কিছুদিন আগে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা এবং কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে তাদের 4G সংক্রান্ত কাজ কার্যত শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। খুব শীঘ্রই দেশের বেশ কয়েকটি জায়গায় কোম্পানিটি স্বদেশী (পড়ুন Made in India) 4G চালু করতে পারে। এমতাবস্থায়, এবার BSNL গ্রাহকদের জন্য বিনামূল্যে 4G সিম আপগ্রেড করার কথাও ঘোষণা করল। এতে করে সংস্থার কানেকশন ইউজাররা নতুন নেটওয়ার্ক চালু হওয়ার পর সহজেই উন্নতমানের পরিষেবাগুলি উপভোগ করতে পারে।

নতুন BSNL 4G সিম পেতে করতে হবে আবেদন

হালফিলে বিএসএনএলের অন্ধ্রপ্রদেশ সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার রবি কুমার বুঙ্গা (Ravi Kumar Bunga) বলেছেন যে, কেন্দ্রীয় সরকার ডিজিটালাইজেশনের ওপর নতুন নিয়ম চালু করেছে। এই কারণে বিএসএনএলের ৪জি সিম পেতে টাকা খরচ করতে না হলেও অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। উল্লেখ্য, এই মুহূর্তে অনেক গ্রাহক আছেন যারা কাগজের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের নতুন বিএসএনএল ৪জি সিম কার্ড পেয়েছেন। এক্ষেত্রে সেইসব গ্রাহক এবং আগ্রহীরাদের আগামী ৯ই সেপ্টেম্বর, ২০২৩-এর আগে তাদের আধারের একটি কপি এনে নিকটস্থ বিএসএনএল অফিস বা কোনো এজেন্টের কাছে পৌঁছে দিতে হবে এবং কেওয়াইসি (KYC) প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আবেদন করতে হবে ও কাগজের আবেদনটিকে ডিজিটাল ফর্মে রূপান্তর করতে হবে।

দ্য হিন্দু (The Hindu)-এর রিপোর্ট অনুযায়ী, ওই রাজ্যে প্রায় ৯ লক্ষ গ্রাহক এখনও বিএসএনএলের ৩জি (3G) পরিষেবা ব্যবহার করছেন। সেইসব গ্রাহকরাই এখন কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ৪জি সিমে নিজেদের কানেকশন আপগ্রেড করতে পারবেন এবং হাই স্পিড নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। তবে মনে রাখবেন যে, ৪জি আপগ্রেডের কাজ জোরকদমে শুরু করলেও সংস্থাটির কিন্তু এখনই তার বিদ্যমান ২জি (2G) বা ৩জি পরিষেবা বন্ধ করার পরিকল্পনা করছেনা।

BSNL 4G ও কিছু কথা

বিএসএনএল, তার ৪জি চালু করার জন্য টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস বা TCS, তেজস নেটওয়ার্কস (Tejas Networks) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিকস (C-DoT)-এর সাহায্য নিয়ে কাজ চালাচ্ছে।
বর্তমানে, সংস্থাটি ফিল্ড টেস্ট চালাচ্ছে এবং ইতিমধ্যেই তারা পাঞ্জাবে বিটা মোডে ৪জি চালু করেছে। এই বিটা ট্রায়ালের প্রতিক্রিয়া থেকেই তারা ভালো নেটওয়ার্ক পরিষেবা প্রদানের চেষ্টায় কাজ করবে এবং যথাযথ পরিকল্পনা করে সর্বজনীনভাবে ৪জি লঞ্চ করবে।