BSNL আনল 58 টাকার ও 59 টাকার নতুন রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ পাবেন ইন্টারনেট ডেটা

সম্প্রতি BSNL তাদের গ্রাহকদের জন্য ৫৮ টাকার এবং ৫৯ টাকার দুটি নতুন প্ল্যান লঞ্চ করেছে৷ আর এই প্ল্যান দুটির মধ্যে ৫৯ টাকার প্ল্যানটি একটি প্রিপেড…

সম্প্রতি BSNL তাদের গ্রাহকদের জন্য ৫৮ টাকার এবং ৫৯ টাকার দুটি নতুন প্ল্যান লঞ্চ করেছে৷ আর এই প্ল্যান দুটির মধ্যে ৫৯ টাকার প্ল্যানটি একটি প্রিপেড প্যাক, আর ৫৮ টাকার প্ল্যানটি আসলে একটি ডেটা ভাউচার। আমরা সকলেই জানি যেখানে অন্যান্য সংস্থাগুলি অনেক দিন আগেই 5G পরিষেবা সরবরাহ করা শুরু করে দিয়েছে, সেখানে এই সরকারি সংস্থাটি এখনো দেশে 4G লঞ্চ করতে পারেননি। আর সেই কারণেই হয়তো গ্রাহকের মনোরঞ্জন করার জন্য এবং তাদের নেটওয়ার্কের সাথে যুক্ত রাখার জন্য BSNL নিত্য নতুন অফার এবং প্ল্যান নিয়ে আসছে। আসুন নয়া এই প্ল্যানদুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL-এর ৫৮ টাকার প্রিপেড প্ল্যান

আগেই বলেছি, এটি কোনো প্রিপেড প্ল্যান নয়, এটি আসলে একটি ডেটা ভাউচার। আর BSNL-এর ৫৮ টাকার এই ডেটা ভাউচার রিচার্জ করলে ব্যবহারকারীরা পেয়ে যাবেন ৭ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক ২ জিবি ডেটা। উল্লেখ্য, ফাপ নীতি অনুযায়ী প্রদত্ত ডেটা সীমা অতিক্রম করলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএসে নেমে আসবে।

BSNL-এর ৫৯ টাকার প্রিপেড প্ল্যান

BSNL-এর প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৭ দিন। আর এর সাথে ব্যবহারকারীরা পেয়ে যাবেন দৈনিক ১ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ। তবে এই প্ল্যানের সাথে কোনো এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, হিসেবে করে দেখলে বোঝা যাবে BSNL-এর ৫৯ টাকার প্রিপেড প্ল্যানের জন্য গ্রাহকের দৈনিক খরচ হয় ৮.৪৩ টাকা, যা অনেকটাই বেশি। তাই, সংস্থার বিকল্প প্ল্যান বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।