50 টাকার কমে 30 দিন ভ্যালিডিটি, BSNL এর এই প্রিপেড প্ল্যান আজই রিচার্জ করুন

এমন অনেক ব্যবহারকারী আছেন যারা কেবলমাত্র তাদের সেকেন্ডারি সিম অ্যাক্টিভ রাখার জন্য সস্তার রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। কারণ তারা একই সময় প্রাইমারি সিম এবং সেকেন্ডারি…

এমন অনেক ব্যবহারকারী আছেন যারা কেবলমাত্র তাদের সেকেন্ডারি সিম অ্যাক্টিভ রাখার জন্য সস্তার রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। কারণ তারা একই সময় প্রাইমারি সিম এবং সেকেন্ডারি সিম উভয়ের জন্য খরচ করতে রাজি নয়। তবে BSNL ব্যবহারকারীদের এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ BSNL-এর পোর্টফোলিওতে এমনই একটি প্ল্যান আছে, যার দাম মাত্র ৪৮ টাকা। এখন চলুন সরকারী টেলকোটি এই প্ল্যানে কি সুবিধা দিচ্ছে তা জেনে নেওয়া যাক।

BSNL এর ৪৮ টাকা প্রিপেড প্ল্যান

বিএসএনএল-এর এই ৪৮ টাকায় প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। যার সাথে ১০ টাকার টকটাইমও অফার করা হয়। এতে কল করার সময় প্রতি মিনিটে ২০ পয়সা করে চার্জ করা হয়। তবে এই প্ল্যানে কোনো ডেটা বা এসএমএস-এর সুবিধা পাওয়া যায় না। কারণ, এটি মূলত একটি ভয়েস কল ভাউচার, যা ব্যবহারকারীরা অ্যাক্টিভ প্ল্যানের সাথেও রিচার্জ করতে পারেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম অপারেটর BSNL ডিসেম্বরে ছোট পরিসরে 4G সার্ভিস লঞ্চ করার পরিকল্পনা করেছে। আর আগামী বছরের জুনের মধ্যে তারা সারা দেশে 4G রোলআউট করতে পারে।

BSNL-এর চেয়ারম্যান এবং পরিচালক পি কে পুরওয়ার সম্প্রতি এমনটাই জানিয়েছেন। এছাড়াও, সম্প্রতি তিনি ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে কথা বলার সময় পিটিটিআইকে বলেছেন, জুনের শেষে তারা 4G সার্ভিস 5G-তে আপগ্রেড করতে পারেন।