দিনে 2 টাকার কম খরচ, BSNL দিচ্ছে 100 টাকার কমে 60 দিন ভ্যালিডিটি

BSNL এই মুহূর্তে ১০০ টাকারও কম দামে একটি প্ল্যান অফার করছে, যার ভ্যালিডিটি ৬০ দিন। এর পাশাপাশি, বিএসএনএলের কাছে দীর্ঘ বৈধতা সহ আরও একটি অনন্য প্ল্যান রয়েছে।

Bsnl Prepaid Plan Under 100 Rupees Offer 300 Days Validity Under Rs 3 Daily

Airtel, Jio, Vodafone Idea, তিনটি টেলিকম সংস্থাই তাদের প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। কিন্তু BSNL এখনও প্ল্যানের দাম বাড়ায়নি, যার জেরে অনেকেই বিএসএনএলের সিম কিনছেন। আর এই সরকারি সংস্থার পোর্টফোলিতে এমন সব রিচার্জ প্ল্যান আছে যা খুব আকর্ষণীয়। যেমন BSNL এই মুহূর্তে ১০০ টাকারও কম দামে একটি প্ল্যান অফার করছে, যার ভ্যালিডিটি ৬০ দিন। এর পাশাপাশি, বিএসএনএলের কাছে দীর্ঘ বৈধতা সহ আরও একটি অনন্য প্ল্যান রয়েছে। তাই আপনি যদি কম দামে লম্বা ভ্যালিডিটির প্ল্যান খোঁজ করেন, তাহলে প্ল্যানগুলি দেখে নিতে পারেন।

BSNL এর ৯১ টাকার প্রিপেড প্ল্যান

বিএসএনএলের ৯১ টাকার একটি অনন্য এবং দুর্দান্ত প্রিপেড প্ল্যান রয়েছে। এর বৈধতা ৬০ দিন। যারা কম দামে দীর্ঘ সময় ধরে সিম চালু রাখতে চান তারা এই প্ল্যান রিচার্জ করতে পারেন। দাম ও ভ্যালিডিটি অনুযায়ী প্ল্যানটির দৈনিক খরচ হবে মাত্র ১.৫১ টাকা।

৬০ দিনের মেয়াদ ছাড়াও, এই প্ল্যানে ১৫ পয়সা / মিনিট হারে ভয়েস কল, ১ পয়সা / এমবি হারে ডেটা এবং ২৫ পয়সা / এসএমএস হারে এসএমএস করতে পারবেন। তবে গ্রাহকরা কল করতে বা ডেটা ব্যবহার করতে চাইলে তাদের আলাদাভাবে টকটাইম ভাউচার বা ডেটা ভাউচার কিনতে হবে, যা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। যারা বিএসএনএলের সিমকে সেকেন্ডারি সিম হিসেবে ব্যবহার করছেন এবং সিম বন্ধ করতে চান না তাদের জন্যও এটি একটি দুর্দান্ত বিকল্প।

BSNL এর ৭৯৭ টাকার প্রিপেড প্ল্যান

৮০০ টাকার কম দামের এই বিএসএনএল প্ল্যানের ভ্যালিডিটি ৩০০ দিন। দাম ও ভ্যালিডিটি অনুযায়ী প্ল্যানটির দৈনিক খরচ হবে মাত্র ২.৬৫ টাকা। আপনি যদি আপনার সিম দীর্ঘ সময়ের জন্য সচল রাখতে চান তবে এটিও একটি সেরা বিকল্প। এখানে প্রথম ৬০ দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যাবে। ৬০ দিন পর কলিং, ডেটা ও এসএমএস সুবিধা বন্ধ হয়ে গেলেও সিম সচল থাকবে। ৬০ দিন পরও যদি কলিং ও ডাটা পেতে চান, তাহলে আলাদা টকটাইম ভাউচার বা ডেটা ভাউচার কিনতে পারেন।