শীঘ্রই ১ লক্ষ সাইটে চালু হচ্ছে BSNL এর 4G পরিষেবা, বরাত পেল রতন টাটার সংস্থা

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং আইটিআই লিমিটেডকে ১ লাখ 4G সাইট আপগ্রেডেশনের জন্য একটি পার্চেজস অর্ডার (PO) জারি করেছে।…

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং আইটিআই লিমিটেডকে ১ লাখ 4G সাইট আপগ্রেডেশনের জন্য একটি পার্চেজস অর্ডার (PO) জারি করেছে। সিএনবিসি আওয়াজ (CNBC Awaaz) তাদের একটি প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

উল্লেখ্য, গত ৮মে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী (GoM) যুগ্মভাবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম দ্বারা BSNL-এর 4G নেটওয়ার্ক রোলআউটের জন্য ১লক্ষ সাইট স্থাপনের অনুমোদন দেয়। টাটা গ্রুপের অংশ টিসিএস, এই ১লক্ষ সাইটের জন্য ২৪,৫০০ কোটি টাকার 4G সরঞ্জাম সরবরাহ করবে, যার মধ্যে প্রায় ১৩,০০০ কোটি টাকার নেটওয়ার্ক গিয়ারও রয়েছে৷ উল্লেখ্য, নয়া এই চুক্তির মধ্যে সরঞ্জাম সরবরাহ ছাড়াও ১০ বছর সাইটগুলি রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে যে, টিসিএস এর পাশাপাশি আইটিআই (ITI), পশ্চিম অঞ্চলে রিজার্ভেশন কোটা (RQ) অর্ডারের জন্য BSNL-এর কাছ থেকে ৩,৮৮৯ কোটি টাকার একটি এপিও (APO) পেয়েছে বলে জানা গেছে। এছাড়াও, কোম্পানিটি পশ্চিম অঞ্চলের ২৩,৬৩৩টি সাইটের জন্য ৪জি নেটওয়ার্কের পরিকল্পনা, প্রকৌশল, সরবরাহ, ইনস্টলেশন এবং কমিশনিং এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি (AMC) পরিচালনা করবে বলে জানা গেছে। কিছুদিন আগে ITI এর তরফে জানানো হয়েছিল যে, চুক্তি অনুযায়ী তারা রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কও (RAN) তৈরি করবে।

জানিয়ে রাখি, চলতি সপ্তাহের প্রথম দিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভা BSNL-এর জন্য ৮৯,০৪৭ কোটি টাকার তৃতীয় পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করেছে। যার মধ্যে ইক্যুইটি ইনফিউশনের মাধ্যমে 4G/5G স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। এই স্পেকট্রাম বরাদ্দের মাধ্যমে, BSNL প্যান-ইন্ডিয়া 4G এবং 5G পরিষেবা প্রদান করতে পারবে। ফলে সংস্থাটি শহরাঞ্চল ছাড়া প্রত্যন্ত গ্রামেও 4G কভারেজ প্রদান করতে সক্ষম হবে।