999 টাকার মাসিক প্ল্যানের সাথে 32 ইঞ্চি Smart TV সম্পূর্ণ ফ্রি, IPL দেখার মহা সুযোগ দিচ্ছে Excitel

স্মার্ট টিভি লঞ্চ করতে তো আমরা অনেক কোম্পানিকেই দেখেছি। কিন্তু ওয়াই-ফাই প্ল্যানের সাথে স্মার্ট টিভি‌ (Smart TV) নিয়ে আসতে এই প্রথমবার দেখা গেল। আজ্ঞে হ্যাঁ!…

স্মার্ট টিভি লঞ্চ করতে তো আমরা অনেক কোম্পানিকেই দেখেছি। কিন্তু ওয়াই-ফাই প্ল্যানের সাথে স্মার্ট টিভি‌ (Smart TV) নিয়ে আসতে এই প্রথমবার দেখা গেল। আজ্ঞে হ্যাঁ! ব্রডব্যান্ড এবং হোম ইন্টারনেট প্রদানকারী সংস্থা Excitel হালফিলে সাশ্রয়ী মূল্যের মাসিক রেন্টাল ফি যুক্ত স্মার্ট ওয়াই-ফাই প্ল্যান সহ একটি নতুন ৩২-ইঞ্চির স্মার্ট টিভি ভারতে ঘোষণা করেছে। মাসিক ৯৯৯ টাকা মূল্যের এই ওয়াই-ফাই প্ল্যানটি রিচার্জ করলে একটি ৩২-ইঞ্চির ফ্রেম-লেস স্মার্ট LED টিভি, ৩০০ এমবিপিএস পর্যন্ত উচ্চ-গতিসম্পন্ন ইন্টারনেট, ৬টি ওভার-দ্য-টপ বা OTT অ্যাপ এবং ৩০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার ছাড়পত্র পাওয়া যাবে। চলুন Excitel-এর নয়া স্মার্ট ওয়াই-ফাই প্ল্যান সহ লেটেস্ট স্মার্ট টিভিটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

স্মার্ট Wi-Fi প্ল্যান সহ 32-Inch LED TV স্মার্ট টিভি লঞ্চ করল Excitel

Excitel-এর নয়া স্মার্ট ওয়াই-ফাই প্ল্যান সহ স্মার্ট টিভি লঞ্চ করার উদ্দেশ্য হল, যাতে নতুন গ্রাহকেরা হাই-স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটির সাথে বিভিন্ন ধরণের বিনোদনমূলক কনটেন্ট অ্যাক্সেস করতে পারেন। যার জন্য, সংস্থাটি স্মার্ট টিভির সঙ্গে ওয়াই-ফাই প্ল্যান একত্রে অফার করছে। তবে মনে রাখতে হবে, নতুন স্মার্ট টিভি এবং OTT অ্যাপ সহ অন্যান্য সুবিধা উপভোগ করতে ব্যবহারকারীদের বার্ষিক সাবস্ক্রিপশন প্যাকেজ নিতে হবে। আগেই বলেছি নয়া এই প্ল্যানটির দাম, এক মাসের জন্য ৯৯৯ টাকা, অর্থাৎ ১২ মাসের জন্য ১১,৯৮৮ টাকা। রাউটার এবং ইনস্টলেশনের জন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

এক্সাইটেলের নিয়ে আসা নতুন স্মার্ট টেলিভিশনের ফিচারের কথা বললে, এতে ৩২-ইঞ্চির এইচডি-রেডি LED ডিসপ্লে আছে। ফ্রেম-লেস ডিজাইনের সাথে আসা এই স্মার্ট টিভিতে ২০ ওয়াটের স্পিকার সিস্টেম, ৫১২ এমবি র‌্যাম এবং ৪ জিবি অনবোর্ড স্টোরেজ মিলবে। কানেক্টিভিটির জন্য অন্তর্ভুক্ত থাকছে – এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট এবপং এভি পোর্ট। এটি অ্যান্ড্রয়েড টিভি ওএস ৯.০ ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এক্সাইটেল ব্র্যান্ডিংয়ের এই স্মার্ট টিভির সাথে ১ বছরের অন-সাইট ওয়ারেন্টিও মিলবে।

এবার স্মার্ট ওয়াই-ফাই প্ল্যানের বেনিফিট সম্পর্কে আলোচনা করা যাক। আলোচ্য প্ল্যানটি কিনলে স্মার্ট টিভির পাশাপাশি মোট ৬টি OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, যথা – Alt Balaji, Hungama Play, Hungama Music, Shemaroo, Epic On এবং Playbox TV। এগুলি ছাড়াও, নতুন গ্রাহকেরা উক্ত প্যাকেজের অধীনে – ৩০০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। তবে একটা বিষয় আগেই জানিয়ে রাখি, স্মার্ট টিভি সহ স্মার্ট ওয়াই-ফাই প্ল্যানটি আপাতত শুধু দিল্লি অঞ্চলের জন্যই উপলব্ধ।

‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ বা IPL 2023 টুর্নামেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে আরো বেশি সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করতে এক্সাইটেল এই নয়া Smart Wi-Fi প্ল্যানের সাথে আসা স্মার্ট টিভিতে লাইভ IPL ম্যাচ দেখা যাবে এমন চ্যানেলগুলিও অফার করছে বলে জানা যাচ্ছে।