৬০০ টাকা বাঁচানোর আজ শেষ সুযোগ, পুরানো দামেই রিচার্জ করুন এই প্ল্যানগুলি, কাল থেকে হবে ব্যয়বহুল

আজ অর্থাৎ ৩রা জুলাই থেকে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করেছে। আবার আগামীকাল অর্থাৎ ৪ঠা জুলাই থেকে ভোডাফোন আইডিয়ার যাবতীয় প্ল্যান…

আজ অর্থাৎ ৩রা জুলাই থেকে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি করেছে। আবার আগামীকাল অর্থাৎ ৪ঠা জুলাই থেকে ভোডাফোন আইডিয়ার যাবতীয় প্ল্যান ব্যয়বহুল হয়ে যাবে। তবে ভিআই গ্রাহকেরা পুরো একটা দিন পাচ্ছেন অন্যান্য অপারেটরদের তুলনায় কম দামে মোবাইল রিচার্জ করানোর জন্য। যদিও রাত ১২টার পর আর এই সুযোগ পাবেন না তারা। তাই আমাদের পরামর্শ চটজলদি নিজেদের ফোন রিচার্জ করিয়ে নিন। যাতে ২৪ ঘন্টা পর অতিরিক্ত টাকা খসাতে না হয়। আপনাদের সুবিধার জন্য এই প্রতিবেদনে ভোডাফোন আইডিয়ার পুরোনো প্রিপেড প্ল্যানগুলির দাম ও বেনিফিট দেওয়া হল।

ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান

২৮ দিন বা ১ মাসের ভিআই প্ল্যান

  • ১৭৯ টাকার প্ল্যান: এই এন্ট্রি-লেভেল প্রিপেড প্ল্যানের দাম আগামীকাল থেকে ২০ টাকা (১৯৯ টাকা) বেড়ে যাবে। এর মেয়াদ ২৮ দিনের। প্ল্যানটির সাথে – ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ৩০০টি এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। VI 179 Plan, VI 329 Plan, VI 459 Plan, VI 1449 Plan, VI 1799 Plan,
  • ২৬৯ টাকার প্ল্যান: এর দাম বাড়িয়ে ২৯৯ টাকা করে দেওয়া হবে। এটিও ২৮ দিনের জন্য বৈধ থাকবে। সাথে দৈনিক ১ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
  • ২৯৯ টাকার প্ল্যান: ২৯৯ টাকার এই প্ল্যানের দাম আগামীকাল থেকে বেড়ে ৩৪৯ টাকা হয়ে যাবে। এর মেয়াদ ২৮ দিনের এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০টি এসএমএসের সুবিধা দেওয়া হবে।
  • ৩১৯ টাকার প্ল্যান: নতুন দাম হবে ৩৭৯ টাকা। এটি পুরো ১ মাস বা ৩০ দিনের জন্য বৈধ থাকবে। এর সাথে দৈনিক ২ জিবি ডেটা ও ১০০টি এসএমএস অফার করা হবে।
  • ৩৫৯ টাকার প্ল্যান: ৪ঠা জুলাইয়ের আগে এই প্ল্যান রিচার্জ করলে ৯০ টাকা সাশ্রয় করা সম্ভব। আগামীকাল থেকে এর দাম বেড়ে ৪৪৯ টাকা হয়ে যাবে। এর সাথে মোট ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক ৩ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস মিলবে।

ভোডাফোন আইডিয়ার ৫৬ দিন বা ২ মাসের প্ল্যান

  • ৩২৯ টাকার প্ল্যান: এখন রিচার্জ করলে ৪০ টাকা সাশ্রয় করা সম্ভব। এই প্ল্যান ৫৬ দিনের বৈধ থাকবে। এর সাথে – আনলিমিটেড কলিং, ৪ জিবি ডেটা এবং ৬০০টি এসএমএসের অ্যাক্সেস দেওয়া হবে।
  • ৪৭৯ টাকার প্ল্যান: আগামীকাল থেকে এই প্ল্যান কিনতে খরচ পড়বে ৫৭৯ টাকা। অর্থাৎ অতিরিক্ত ১০০ টাকা খসাতে হবে। এর বৈধতা ৫৬ দিনের। এর সাথে – দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপলব্ধ।
  • ৫৩৯ টাকার প্ল্যান: ১১০ টাকা বেড়ে এই প্ল্যানের দাম ৬৪৯ টাকা হয়ে যাবে। এর সাথে ৫৬ দিনের জন্য – দৈনিক ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং অফার করা হবে।

৮৪ দিন বা ৩ মাসের ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান

  • ৪৫৯ টাকার প্ল্যান: দাম বেড়ে ৫০৯ টাকা হয়ে যাবে। এর মেয়াদ ৮৪ দিনের। বেসিক বেনিফিট হিসাবে মিলবে – মোট ৬ জিবি ডেটা, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা।
  • ৭১৯ টাকার প্ল্যান: ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে ৮৫৯ টাকা হয়ে যাবে। এর বৈধতা ৮৪ দিনের। সাথে – দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কল করা যাবে। জানিয়ে রাখি, অনুরূপ বেনিফিটের সাথে তুলনায় কম দামে অর্থাৎ ৬৬৬ টাকার একটি প্ল্যানও আছে। তবে এর মেয়াদ মাত্র ৭৭ দিনের থাকছে।
  • ৮৩৯ টাকার প্ল্যান: আগামী ৪ঠা জুলাই থেকে এই প্রিপেড প্ল্যান কিনতে খরচ পড়বে ৯৭৯ টাকা। এটি ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিং করা যাবে।

১৮০ দিন বা ৬ মাসের বৈধতা যুক্ত ভোডাফোন আইডিয়া প্রিপেড প্ল্যান

  • ১,৪৪৯ টাকার প্ল্যান: ৪ঠা জুলাইয়ের আগে কিনলে ৩০০ টাকা সঞ্চয় করা যাবে। আগামীকাল থেকে দাম বেড়ে ১,৭৪৯ টাকা হয়ে যাবে। এই প্ল্যানের বৈধতা ১৮০ দিন। সাথে মিলবে – আনলিমিটেড কলিং, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস পাঠানোর বিকল্প।

ভিআই এর ৩৬৫ দিন বা বার্ষিকী প্ল্যান

  • ১,৭৯৯ টাকার প্ল্যান: দাম বেড়ে ১৯৯৯ টাকা হয়ে যাবে। এই প্ল্যান ১ বছর বা ৩৬৫ দিনের মেয়াদ সহ এসেছে। বেসিক বেনিফিট হিসাবে – মোট ২৪ জিবি ডেটা, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলবে।
  • ২৮৯৯ টাকার প্ল্যান: ট্যারিফ হাইকের পর ৩৪৯৯ টাকা হয়ে যাবে। এটিও ১ বছরের বৈধতা সহ এসেছে। এর সাথে – দৈনিক ১.৫ জিবি ডেটা, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের অ্যাক্সেস দেওয়া হবে।
  • ২,৯৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের দাম ৬০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে। এর সাথে মোট ৩৬৫ দিনের জন্য – আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি এসএমএস এবং মোট ৮৫০ জিবি ডেটা অফার করা হবে।
  • ৩,১৯৯ টাকা ও ৩,০৯৯ টাকার প্ল্যান: একইভাবে ৪ঠা জুলাইয়ের আগে এই দুটি প্ল্যান রিচার্জ করলেও ৬০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। ৩,১৯৯ টাকার প্ল্যানের সাথে – আনলিমিটেড কলিং, দৈনিক ২ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস দেওয়া হবে। সাথে অতিরিক্ত বেনিফিট হিসাবে অ্যামাজন প্রাইম মোবাইল অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। ৩,০৯৯ টাকার প্ল্যানও অনুরূপ বেসিক বেনিফিটের সাথে এসেছে। তবে এর সাথে ডিজনি+হটস্টার মোবাইল অ্যাপের সাবস্ক্রিপশন অফার করা হবে।

প্রসঙ্গত, ২৯৯ টাকার বেশি দামের প্ল্যানগুলির সাথে তিনটি অতিরিক্ত বেনিফিট দেওয়া হবে। যথা – রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা, উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইট অন্তর্ভুক্ত থাকছে৷ প্ল্যানগুলির সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে হলে আপনি ভোডাফোন আইডিয়া -এর ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন।