Internet Shutdown: ইন্টারনেট পরিষেবা বন্ধের ব্যাপারে এগিয়ে ভারত, ক্ষতি হয়েছে 15590 কোটি টাকা

বিগত এক দশকে ভারতের মানুষের ইন্টারনেটের প্রতি নির্ভরশীলতা ব্যাপকভাবে বেড়েছে। অধিকাংশেরই এখন রোজদিন কাটানোর জন্য ১ জিবির বেশি ডেটা প্রয়োজন হয়। কিন্তু দেখা যাচ্ছে যে,…

বিগত এক দশকে ভারতের মানুষের ইন্টারনেটের প্রতি নির্ভরশীলতা ব্যাপকভাবে বেড়েছে। অধিকাংশেরই এখন রোজদিন কাটানোর জন্য ১ জিবির বেশি ডেটা প্রয়োজন হয়। কিন্তু দেখা যাচ্ছে যে, এত কিছু সত্ত্বেও (পড়ুন এই 5G জমানায় দাঁড়িয়েও) ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে ভারত এক নম্বরে রয়েছে। অন্তত সাম্প্রতিক আপডেট তাই জানান দিচ্ছে! রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে প্রথমবার ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার পর থেকেই এদেশে বারবার এই সমস্যা দেখা দিয়েছে, এমনকি এর জেরে কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিও হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে অ্যাক্সেস নাও (Access Now) এবং কিপ ইট অন কোয়ালিয়েশন (KeepItOn coalition) নিজেদের রিপোর্টে এই ইন্টারনেট বন্ধের বিষয়টি সর্বপ্রথম সামনে আনে। এখন, নেটলস (Netloss) তাদের একটি প্রতিবেদনে বলেছে যে, ২০২৩ সালের প্রথমার্ধে ভারতে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ১.৯ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৫,৫৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বছরের ওই সময়ে মণিপুর এবং পাঞ্জাব রাজ্য সবচেয়ে বেশিবার ইন্টারনেট বন্ধ করেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, নেটলসের রিপোর্টের ভিত্তিতে বলা যায় যে দেশে ইন্টারনেট বন্ধের কারণে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও প্রায় ১১৮ মিলিয়ন ডলার (প্রায় ৯৬৮ কোটি টাকা) ক্ষতি হয়েছে এবং এরই জন্য বিগত ছয় মাসে ২১ হাজারের বেশি মানুষ তাদের চাকরি হারিয়েছে।

কেন বন্ধ রাখা হয় ইন্টারনেট?

দেশে ইন্টারনেট বন্ধের বিষয়টি কোনো নেটওয়ার্কজনিত সমস্যার ফলশ্রুতি নয়। কেন্দ্র বা রাজ্য সরকার চারপাশের শান্তি বজায় রাখতে, ভুল তথ্য ছড়িয়ে পড়া বা হিংসামূলক প্রচার আটকাতে এবং সাইবার সিকিউরিটি সংক্রান্ত কারণে ইন্টারনেট শাটডাউন করে রাখে। আপাতদৃষ্টিতে এতে ক্ষয়ক্ষতি কম হবে মনে হলেও, বাস্তবে তা হয়না। কারণ বর্তমান সময়ে ইন্টারনেট বন্ধ হওয়া অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত ধ্বংসাত্মক।

ভারত ইন্টারনেট বন্ধের রেকর্ড ভেঙেছে

রিপোর্ট অনুযায়ী, গত ছয় মাসে ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে ভারত। তবে এই সমস্যা আজকের নয়। গত ২০২১ সালে এদেশে ৮৪ বার ইন্টারনেট বন্ধ ছিল। ওই সময়, সারাবছর ধরে মোট ১,১৫৭ ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকায় ৫৮২.৮ মিলিয়ন অর্থাৎ প্রায় ৪,৩০০ কোটি টাকার ক্ষতি হয়। অন্যদিকে ইন্টারনেট বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হন ৫.৯ কোটি মানুষও। জানিয়ে রাখি, বছরটিতে কৃষক আন্দোলনের প্রেক্ষিতে রাজধানী নয়াদিল্লিতে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল। আবার ২০২২ সালে, শুধুমাত্র জম্মু ও কাশ্মীরে ৪৯ বার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যেখানে রাজস্থান ইন্টারনেট বন্ধ হয়েছিল বছরে ১২ বার। আমাদের পশ্চিমবঙ্গও এই তালিকায় তিন নম্বরে আছে – গতবছর এখানে ৭ বার ইন্টারনেট বন্ধ হয়েছে।