6G in India: ভারতে ৬জি দ্রুত চালু করতে হাত মেলালো নোকিয়া ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স

Nokia ২০২৩ সালের অক্টোবরে ভারতের ব্যাঙ্গালোরে প্রথম 6G ল্যাব খুলেছিল। আর সেই সময় সংস্থাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (IISc) সাথে একসাথে কাজ করবে বলেও জানিয়েছিল।…

Nokia ২০২৩ সালের অক্টোবরে ভারতের ব্যাঙ্গালোরে প্রথম 6G ল্যাব খুলেছিল। আর সেই সময় সংস্থাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (IISc) সাথে একসাথে কাজ করবে বলেও জানিয়েছিল। সম্প্রতি জানা গেছে যে Nokia এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) যৌথভাবে 6G প্রযুক্তি এবং 6G ব্যবহারের ক্ষেত্র নিয়ে গবেষণা করার জন্য একটি অংশীদারিত্ব করেছে, যা ভারতীয় সমাজে সরাসরি প্রভাব ফেলতে পারে।

আগামী দিনে 6G রেডিও টেক, 6G আর্কিটেকচার এবং 6G এয়ার ইন্টারফেসে মেশিন লার্নিং-এর প্রয়োগ প্রভৃতি বিষয়গুলি নিয়ে এই সংস্থা দুটি একত্রে কাজ করবে। এছাড়াও, নোকিয়া বলেছে যে, এই যৌথ গবেষণার মাধ্যমে 6G প্রযুক্তিতে এবং স্ট্যান্ডার্ড ইকোসিস্টেমে অবদান রাখতে তারা সফটওয়্যার ফ্রেমওয়ার্ক, রেফারেন্স আর্কিটেকচার এবং অ্যালগরিদম উন্নত করবে।

বিশ্বব্যাপী বাজারকে মাথায় রেখে এই গবেষণার কাজ করা হলেও, ভারতের বাজারকে 6G ব্যবহারের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নোকিয়া এবং আইআইএসসি 6G ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়ে বিশেষ জোর দিচ্ছে সেগুলি হলো –

  • আরও টেকসই এবং দক্ষ কমিউনিকেশনের ব্যবস্থা তৈরি করা।
  • কমিউনিকেশনের জন্য নেটওয়ার্কগুলির স্থিতিস্থাপকতা এবং নির্ভরযোগ্যতা উন্নত করা।
  • AI এর ব্যবহার করে এবং “Network as Sensor” প্রযুক্তির বিকাশ ঘটিয়ে পরিবহন নিরাপত্তায় উন্নতি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, শিক্ষায় অ্যাক্সেস বৃদ্ধি করা।
  • এছাড়াও, এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় সংস্থাই কেন্দ্রীয় সরকারের ‘ভারত ৬জি মিশনে’ গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায়। যেটি, বিশ্বের বাজারে ৬জি প্রযুক্তির বিকাশে ভারতকে একটি গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দিতে পারে।

নোকিয়ার চিফ স্ট্রাটেজি অ্যান্ড টেকনোলজি অফিসার নিশান বাত্রা বলেছেন, তারা আইআইএসির সাথে প্রযুক্তি নিয়ে কাজ করতে পেরে খুবই আনন্দিত। আর তারা ৬জি প্রযুক্তির মান উন্নয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে, একজন নেতা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে সাহায্য করবে।