সবচেয়ে কম দাম, মাত্র 199 টাকায় ব্রডব্যান্ড প্ল্যান এনে তাক লাগালো Railwire, রয়েছে অনেক সুবিধা

ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার Railwire ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের ওটিটি (OTT অর্থাৎ ওভার-দ্য-টপ) অ্যাড-অন বান্ডেল প্ল্যান নিয়ে হাজির হয়েছে। মূলত বেসরকারি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী…

ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার Railwire ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী মূল্যের ওটিটি (OTT অর্থাৎ ওভার-দ্য-টপ) অ্যাড-অন বান্ডেল প্ল্যান নিয়ে হাজির হয়েছে। মূলত বেসরকারি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সাথে জোরদার প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই ৩০ দিনের মেয়াদ সহ এই ১৯৯ টাকার নয়া ব্রডব্যান্ড প্ল্যানটি এনেছে Railwire। বলে রাখি, বিদ্যমান এবং নতুন Railwire গ্রাহকরা এই ওটিটি বান্ডেলটি কিনতে পারবেন, যার দৌলতে ১৫ টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে।

Railwire ওটিটি অ্যাড-অন বান্ডেলের অধীনে ১৫ টি ওটিটি প্ল্যাটফর্ম কী কী?

১৯৯ টাকায় রেলওয়্যার ওটিটি অ্যাড-অন বান্ডেলের সাথে যে ১৫ টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যাবে, সেগুলি হল: জি৫ প্রিমিয়াম (ZEE5 Premium), সনিলিভ (SonyLIV), অল্ট বালাজি (ALT Balaji), আহা তামিল (aha Tamil), ডিসকভারি+ (Discovery+), আহা তেলুগু (aha Telugu), ইরোস নাও (Eros Now), ফ্যানকোড (Fancode), হাঙ্গামা প্লে (Hungama Play), এপিক অন (Epic ON), এমএক্স গোল্ড (MX Gold), হাঙ্গামা মিউজিক (Hungama Music), গানা প্লাস (Gaana Plus) এবং আরও দুটি নামহীন প্ল্যাটফর্ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইউজাররা ল্যাপটপ, মোবাইল, ট্যাবলেট সহ আরও বেশ কয়েকটি ডিভাইস মারফত উক্ত প্ল্যাটফর্মগুলির কনটেন্ট অ্যাক্সেস করতে সক্ষম হবেন।

Railwire ওটিটি অ্যাড-অন বান্ডেল ব্রডব্যান্ড প্ল্যান

উল্লেখ্য যে, ইউজারদের সুবিধার্থে রেলওয়্যার প্রচুর ব্রডব্যান্ড প্ল্যান অফার করে থাকে, যেগুলির সাথে একাধিক ওটিটি বেনিফিট পাওয়া যায়। তবে সবকটি প্ল্যান মারফত উক্ত ১৫ টি ওটিটি অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করা যাবে না। আসুন, রেলওয়্যারের পোর্টফোলিওর অন্তর্গত সবকটি ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Tarang-50-T1 (F) = আমরা এতক্ষণ ধরে এই প্ল্যানটির কথাই আপনাদেরকে বলছিলাম। এই ব্রডব্যান্ড প্ল্যানে ৫০ এমবিপিএস স্পিডে ২৫০০ জিবি এফইউপি (ফেয়ার-ইউসেজ-পলিসি) ডেটা পাওয়া যায়। সেইসাথে এতে ১৫ টি ওটিটি অ্যাপ্লিকেশন অ্যাক্সেসের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলির কথা আগেই উল্লেখ করা হয়েছে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে, এফইউপি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ১ এমবিপিএস হয়ে যাবে। উল্লেখ্য যে, প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন।

Tarang-100-T1- (F) = এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা ৩০ দিনের মেয়াদে ৬৯৯ টাকার বিনিময়ে ১০০ এমবিপিএস স্পিডে ৩ টিবি ডেটা পেতে সক্ষম হবেন, এবং নির্ধারিত ডেটা লিমিট নিঃশেষিত হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ২ এমবিপিএসে নেমে আসবে। তদুপরি, এতে উপরিউক্ত ১৫ টি ওটিটি অ্যাপ্লিকেশনের অ্যাক্সেসের সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।

Tarang-150-T1 (F) = এই প্ল্যান মারফত ১৫০ এমবিপিএস স্পিডে ৩.৩ টিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে, এবং নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ২ এমবিপিএস। তদুপরি, প্ল্যানটি উপরিউক্ত ১৫ টি ওটিটি বেনিফিট এবং ৩০ দিনের বৈধতা সহ আসে। জানিয়ে রাখি, এটির দাম ৯৯৯ টাকা।

উল্লেখ্য যে, ওপরে উল্লিখিত প্ল্যানগুলি যেমন “তারাং” (Tarang) ব্র্যান্ডেড প্ল্যান, তেমনিই সংস্থার ঝুলিতে বেশ কয়েকটি “উমং” (Umang) ব্র্যান্ডেড প্ল্যান রয়েছে, যেগুলি দাম এবং ওটিটি বেনিফিটের দিক থেকে অনেকটা “তারাং” ব্র্যান্ডেড প্ল্যানের অনুরূপ। তবে এক্ষেত্রে বলে রাখি, “উমং” ব্র্যান্ডেড প্ল্যানের ওটিটি বেনিফিটে শেমারুমি (ShemarooMe) অ্যাড করা হয়েছে। আবার, কোনোও “উমং” প্ল্যানেই আহা তেলুগু নামক ওটিটি অ্যাপ্লিকেশনটির অ্যাক্সেস পাওয়া যাবে না। এখন আসুন, সংস্থার পোর্টফোলিওর অন্তর্গত একটু বেশি ভ্যালিডিটিসম্পন্ন ব্রডব্যান্ড প্ল্যানগুলির সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।

Umang-50-T6 = এই প্ল্যানে ১৮০ দিনের জন্য ৫০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড নেট পরিষেবা পাওয়া যাবে। এর দাম ৫৫৯৯ টাকা এবং এতে জি৫, এমএক্স গোল্ড, ইরোস নাও, আহা তামিল এবং ফ্যানকোড সহ মোট ৫ টি ওটিটি বেনিফিট উপলব্ধ রয়েছে।

Umang-50 = এটির দাম ৮৯৯ টাকা। এর মাধ্যমে ৩০ দিনের মেয়াদে ৫০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা খরচের সুযোগ পাবেন ইউজাররা। তবে এই প্ল্যানটির মারফত কেবল দুটি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস (জি৫ প্রিমিয়াম এবং অল্ট বালাজি) পাওয়া যাবে।

Umang-100 = এই প্ল্যানটি ৩০ দিনের বৈধতা সহ আসে। এতে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা খরচের সুযোগ মিলবে। সেইসাথে জি৫ প্রিমিয়াম, অল্ট বালাজি, আহা তামিল এবং ফ্যানকোড সহ মোট ৪ টি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। উল্লেখ্য যে, প্ল্যানটির দাম ১১৯৯ টাকা।

Umang-50-T3 = এই প্ল্যানটির দাম ২৬৯৯ টাকা। এটির মারফত জি৫ প্রিমিয়াম, হাঙ্গামা মিউজিক, হাঙ্গামা প্লে, এমএক্স গোল্ড এবং ইরোস নাউ সহ মোট ৫ টি ওটিটি অ্যাপের অ্যাক্সেস মিলবে। এছাড়া, ব্যবহারকারীরা ৯০ দিনের জন্য ৫০ এমবিপিএস স্পিডে অফুরন্ত ডেটা খরচের সুযোগ পাবেন।

Umang-100-T3 = এটির মাধ্যমে ৯০ দিনের জন্য ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। তদুপরি, জি৫ প্রিমিয়াম, অল্ট বালাজি, এমএক্স গোল্ড, আহা তামিল এবং ফ্যানকোড সহ মোট ৫ টি ওটিটি অ্যাপের কনটেন্ট দেখতে সক্ষম হবেন ইউজাররা। বলে রাখি, এই প্ল্যানের দাম ৩৩৯৯ টাকা।

Umang-100-T6 = এই প্ল্যানের সাহায্যে ইউজাররা ১৮০ দিনের জন্য ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। উল্লেখ্য যে, এই প্ল্যানের দাম ৬৯৯৯ টাকা এবং এতে রয়েছে মোট ৫ টি ওটিটি বেনিফিট – এপিক অন, জি৫ প্রিমিয়াম, ইরোস নাও, সনিলিভ এবং এমএক্স গোল্ড।

Tarang-50-T3 = এই প্ল্যানে গ্রাহকদেরকে ৯০ দিনের জন্য ৫০ এমবিপিএস স্পিডে অফুরন্ত ডেটা খরচের সুবিধা দেওয়া হয়েছে। তদুপরি, এতে জি৫ প্রিমিয়াম, হাঙ্গামা মিউজিক, হাঙ্গামা প্লে, এমএক্স গোল্ড এবং আহা তেলুগু – এই পাঁচটি ওটিটি বেনিফিট মজুত রয়েছে।

Tarang-50-T6 = এই প্ল্যানে ১৮০ দিনের বৈধতায় ৫০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। এটির দাম ৫৫৯৯ টাকা এবং এর মাধ্যমে মোট ৫ টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবেন গ্রাহকরা, যার মধ্যে রয়েছে জি৫ প্রিমিয়াম, এমএক্স গোল্ড, আহা তামিল, আহা তেলেগু এবং ফ্যানকোড।

Tarang-100-T3 = এই প্ল্যানের সাহায্যে ব্যবহারকারীরা ৩৩৯৯ টাকায় ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা পাবেন। সেইসাথে মিলবে জি৫ প্রিমিয়াম, সনিলিভ, অল্ট বালাজি এবং এমএক্স গোল্ড – এই ৪ টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস। উল্লেখ্য যে, প্ল্যানটির মেয়াদ ৯০ দিন।

Tarang-100-T6 = এই প্ল্যানের ভ্যালিডিটি ১৮০ দিন। এতে ইউজারদেরকে ১০০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা খরচের সুযোগ দেওয়া হয়েছে। প্ল্যানটির দাম ৬৯৯৯ টাকা এবং এটির মাধ্যমে জি৫, সনিলিভ, এমএক্স গোল্ড, আহা তেলুগু এবং ইরোস নাউ – এই পাঁচটি ওটিটি অ্যাপের অ্যাক্সেস পেতে সক্ষম হবেন ইউজাররা।