৩০০ টাকার কমে Jio নাকি Airtel নাকি Vodafone Idea দেয় বেশি সুবিধা

ভারতের তিনটি বৃহত্তম টেলিকম অপারেটর Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বর্তমানে ২৯৯ টাকার একটি প্রিপেড প্ল্যান অফার করছে। তবে, টেলকোগুলি একই দামে প্রিপেড…

ভারতের তিনটি বৃহত্তম টেলিকম অপারেটর Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বর্তমানে ২৯৯ টাকার একটি প্রিপেড প্ল্যান অফার করছে। তবে, টেলকোগুলি একই দামে প্রিপেড প্ল্যান অফার করলেও মোটেও একই ধরনের সুবিধা অফার করে না। বরং প্রত্যেকটি প্ল্যানই একে অপরের থেকে অনন্য। তাই আপনি যদি Reliance Jio, Bharti Airtel অথবা Vodafone Idea-র গ্রাহক হয়ে থাকেন, আর ২৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে চান তাহলে দেখে নিন এদের পার্থক্য।

Reliance Jio-র ২৯৯ টাকার প্ল্যান

Reliance Jio-ই একমাত্র টেলিকম কোম্পানি যারা ৩০০ টাকার কমে ২৮ দিনের ভ্যালিডিটি সহ প্ল্যানের সাথে প্রত্যেকদিন ২ জিবি ডেটা অফার করে। আবার এখানে আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএসের সুবিধাও মেলে। এছাড়াও, অতিরিক্ত সুবিধা হিসেবে এর সাথে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের মতো অ্যাপগুলি বিনামূল্যে ব্যবহার করা যায়।

Airtel-এর ২৯৯ টাকার প্ল্যান

Bharti Airtel তাদের এই প্ল্যানের সাথে গ্রাহকদের আনলিমিটেড কলিং সুবিধা ছাড়াও প্রত্যেকদিন ১.৫ জিবি ডেটা, ১০০ টি এসএমএস অফার করে থাকে। আর অতিরিক্ত সুবিধা হিসেবে এর সাথে অ্যাপোলো ২৪×৭ সার্কেল, ফ্রি হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিকের ২৪ দিনের সাবস্ক্রিপশন পাওয়া যায়।

Vodafone Idea-র ২৯৯ টাকার প্ল্যান

Vodafone Idea ২৮ দিনের ভ্যালিডিটি বিশিষ্ট এই প্ল্যানে দৈনিক ১.৫ ডেটা, আনলিমিটেড কলিং সুবিধা ছাড়াও প্রত্যেকদিন ১০০ টি এসএমএস অফার করে থাকে। আবার এই প্ল্যানের সাথে সপ্তাহান্তে ডেটা রোলওভার, ডেটা ডিলাইট এবং রাত ১৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহারের মতো অতিরিক্ত সুবিধাগুলিও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, Vodafone Idea এখনো 5G পরিষেবা চালু করতে পারেনি। আর Bharti Airtel এবং Reliance Jio আপাতত নিজেদের যোগ্য ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটা সুবিধা প্রদান করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন