মাসে খরচ ২৫০ টাকার কম, রোজ ১.৫ জিবি ডেটা সহ কলের সুবিধা দিচ্ছে Jio ও Airtel

বর্তমানে অনেকেই সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। আর এই মুহূর্তে ভারতে Relaince Jio এবং Airtel হলো এমন দুটি টেলিকম অপারেটর, যাদের পোর্টফোলিও-তে বিভিন্ন…

বর্তমানে অনেকেই সাশ্রয়ী মূল্যের বিভিন্ন রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন। আর এই মুহূর্তে ভারতে Relaince Jio এবং Airtel হলো এমন দুটি টেলিকম অপারেটর, যাদের পোর্টফোলিও-তে বিভিন্ন রেঞ্জের প্রিপেড প্ল্যান উপলব্ধ। তাই যে সমস্ত গ্রাহকেরা ২৫০ টাকার কমে ভালো রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই দুটি টেলিকম অপারেটরের কাছে একাধিক অপশনও উপস্থিত। চলুন, Reliance Jio এবং Airtel-এর ২৫০ টাকার কমের রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Reliance Jio-র ২৫০ টাকার রিচার্জ প্ল্যানের তালিকা

জিওর ১৭৯ টাকার প্ল্যান

জিওর ১৭৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন। এছাড়াও, এর সাথে দৈনিক ১ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।

জিওর ২৩৯ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আর এর সাথে সংস্থাটি গ্রাহকদের প্রত্যেকদিন ১.৫ জিবি ডেটা, ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও অফার করে থাকে।

Airtel এর ২৫০ টাকার প্রিপেড প্ল্যানের তালিকা

এয়ারটেলের ১৭৯ টাকার প্ল্যান

জিওর মত এয়ারটেলের কাছেও ১৭৯ টাকার একটি প্রিপেড প্ল্যান উপস্থিত, যার ভ্যালিডিটি ২৮ দিন। আর এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকেরা মোট ২ জিবি ডেটা, ৩০০ টি এসএমএস-এর সুবিধা সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও উপভোগ করতে পারবেন।

এয়ারটেলের ২৩৯ টাকার প্ল্যান

এয়ারটেলের আরেকটি সস্তা প্ল্যানের মূল্য ২৩৯ টাকা, যার ভ্যালিডিটি ২৪ দিন। আর সুবিধার কথা বলতে গেলে, এর সাথে গ্রাহকেরা পেয়ে যাবেন প্রত্যেকদিন ১ জিবি ডেটা, ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। উল্লেখ্য, আলোচ্য দুটি প্ল্যানের সাথেই এয়ারটেল তাদের গ্রাহকদের অ্যামাজন প্রাইম মোবাইলের সাবস্ক্রিপশন দিয়ে থাকে একদম বিনামূল্যে।

জিও বনাম এয়ারটেলের প্রিপেড প্ল্যান

যদি আমরা Jio এবং Airtel-এর প্ল্যানগুলোর তুলনামূলক আলোচনা করি, তাহলে দেখা যাবে দুটি টেলকোর ২৩৯ টাকা প্ল্যানের মধ্যে আপনি জিওর প্ল্যানে বেশি সুবিধা পাবেন। কারণ জিওর ২৩৯ টাকার প্ল্যানে আপনি এয়ারটেলের থেকে ১৮ জিবি বেশি ডেটা অ্যাক্সেস করার সুযোগ পাবেন।