Reliance Jio ও Airtel গ্রাহকদের জন্য সুখবর, 500 টাকার কমে আছে এই সেরা প্ল্যানগুলি

বর্তমানে ভারতবর্ষে প্রধান চারটি টেলিকম অপারেটর হল Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea এবং BSNL। তবে এই মুহূর্তে এই চারটি টেলিকম সংস্থার মধ্যে Reliance Jio…

বর্তমানে ভারতবর্ষে প্রধান চারটি টেলিকম অপারেটর হল Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea এবং BSNL। তবে এই মুহূর্তে এই চারটি টেলিকম সংস্থার মধ্যে Reliance Jio এবং Bharti Airtel সব থেকে এগিয়ে আছে। এই সংস্থা দুটি নিজেদের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন রেঞ্জের প্ল্যান নিয়ে হাজির হয়। আর এই টেলকো দুটির পোর্টফলিওতে বিভিন্ন মাসিক, ত্রৈমাসিক এমনকি এক বছরের জন্যেও বিভিন্ন প্ল্যান উপস্থিত। তবে আজকে আমরা এই প্রতিবেদনে Reliance Jio এবং Bharti Airtel-এর এমন কিছু প্ল্যান সম্পর্কে আলোচনা করব। যেগুলির দাম ৫০০ টাকারও কম।

Jio-র ৫০০ টাকার নিচের প্ল্যানগুলি হল

Jio-র ৪৯৯ টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানের সাথে গ্রাহকদের ২৮ দিনের ভ্যালিডিটি সহ ডিজনি প্লাস হটস্টারের এক বছরের সাবস্ক্রিপশন, দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যেকদিন ১০০টি এসএমএস অফার করা হয়। এছাড়াও, এর সাথে জিও টিভি এবং জিও সিনেমার মতো অ্যাপগুলি অ্যাক্সেস করার সুবিধাও প্রদান করা হয়।

Jio-র ২৯৯ টাকার প্ল্যান

জিও তার এই প্ল্যানে ব্যবহারকারীদের ২৮ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা দিয়ে থাকে। তবে এই প্ল্যানের সাথে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যায় না।

Jio-র ৪৭৯ টাকার প্রিপেড প্ল্যান

জিওর এই প্ল্যানটিও গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের একটি অসাধারণ বিকল্প হতে পারে। কারণ, এই প্ল্যানে প্রত্যেকদিন ১.৫ জিবি ডেটা, দৈনিক ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কল সহ ৫৬ দিনের ভ্যালিডিটি প্রদান করা হয়। আর, ২৯৯ টাকার প্ল্যানের মতই এতেও কোনো ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায় না।

Airtel এর ৫০০ টাকার কম দামের প্রিপেড প্ল্যান

Airtel-র ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রত্যেক দিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস সহ ৩ মাসের জন্য ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন পেয়ে থাকেন। আর এর ভ্যালিডিটি ২৮ দিন। এছাড়াও, অতিরিক্ত সুবিধা হিসেবে এর সাথে ১০০ টাকা ফাসট্যাগ ক্যাশব্যাকও পাওয়া যায়।

Airtel-র ৪৭৯ টাকার প্রিপেড প্ল্যান

এয়ারটেলেরও জিওর মতো একটি ৪৭৯ টাকার প্রিপেড প্ল্যান উপস্থিত। যেটি প্রত্যেক দিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রত্যেক দিন ১০০টি এসএমএস-এর সুবিধা প্রদান করে থাকে। আবার, অতিরিক্ত সুবিধা হিসেবে ১০০ টাকার ফাসট্যাগ ক্যাশব্যাক এবং ৩ মাসের অ্যাপোলো সাবস্ক্রিপশনও পাওয়া যায়।