Jio গ্রাহকদের জন্য খারাপ খবর! এই প্ল্যান থেকে 40GB এক্সট্রা ডেটার সুবিধা সরালো সংস্থা, এখন কী করবেন?

ভারতের টেলিকম বাজারে পা রাখার পর থেকেই, সাধারণ মানুষের দৃষ্টি নিজের দিকে ধরে রেখেছে Reliance Jio। এই বেসরকারি সংস্থাটি গ্রাহকদের অন্যান্য টেলকোর তুলনায় সস্তা রিচার্জ…

ভারতের টেলিকম বাজারে পা রাখার পর থেকেই, সাধারণ মানুষের দৃষ্টি নিজের দিকে ধরে রেখেছে Reliance Jio। এই বেসরকারি সংস্থাটি গ্রাহকদের অন্যান্য টেলকোর তুলনায় সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা দেওয়ার জন্য জনপ্রিয়। তাছাড়া Jio তার বহু রিচার্জ প্ল্যানের সাথে এমন কিছু এক্সট্রা বেনিফিটও অফার করে থাকে, যেমন তাদের অনেক প্রিপেইড প্ল্যানেই মেলে অতিরিক্ত ডেটা অ্যাক্সেসের বিকল্প। কিন্তু দুঃখের বিষয় হল যে, সম্প্রতি Jio তার একটি ব্যয়বহুল প্রিপেইড প্ল্যান থেকে অতিরিক্ত বোনাস ডেটার সুবিধা সরিয়ে দিয়েছে। তাই আপনিও যদি এই সংস্থার গ্রাহক হন, তাহলে এই খবর সম্পর্কে অবশ্যই জেনে নিন। এই প্রতিবেদনে আমরা Jio তার কোন প্ল্যান থেকে অতিরিক্ত ডেটা সরিয়ে দিয়েছে এবং এখন গ্রাহকদের বেশি ডেটা পাওয়ার কী বিকল্প রয়েছে, সে বিষয়েই কথা বলব।

Jio-র ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে আর মিলবে না অতিরিক্ত ডেটা

হালফিলে রিলায়েন্স জিও তার ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান থেকে বোনাস ডেটার অফার সরিয়ে নিয়েছে। বেসিক বেনিফিটের কথা বললে, প্রায় হাজার টাকা দামের এই প্ল্যান রিচার্জ করলে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এর বৈধতা ৮৪ দিন। যদি কারো রোজ অনেকটা ডেটার প্রয়োজন হয়, তাহলে এই প্ল্যানটি তার জন্য সেরা বিকল্প হতে পারে।

তবে যেমনটা আগেই বলেছি, জিও এতদিন পর্যন্ত এই প্ল্যানের সাথে বোনাস ডেটা অফার করছিল। চলতি বছরের প্রথম ভাগে (IPL 2023-এর সময়) তারা ৯৯৯ টাকা দামের এই প্ল্যান লঞ্চ করে, যাতে ৪০ জিবি ডেটা (যার মূল্য ২৪১ টাকা) দেওয়ার কথা বলা হয়। তবে এই বোনাস ডেটা সুবিধাটি সীমিত সময়ের অফার ছিল। তাই পূর্ব ঘোষণা মতোই সংস্থা এই অফার বা বেনিফিট বন্ধ করে দিয়েছে।

এখন অতিরিক্ত ডেটা পাওয়ার জন্য কী করতে হবে?

বর্তমানে, আপনি যদি জিও প্রিপেইড প্ল্যান থেকে বোনাস ডেটা পেতে চান, তাহলে আপনি ২৯৯ টাকা, ৭৪৯ টাকা এবং ২,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। কোম্পানি নিজের ৭ বছর পূর্তি উপলক্ষে করতে এই সমস্ত প্ল্যানে গ্রাহকদের বোনাস ডেটা দিচ্ছে – আগামী ৩০শে সেপ্টেম্বর অর্থাৎ মাসের শেষদিন পর্যন্ত এই অফার বৈধ থাকবে। তাছাড়া আপনার কাছে যদি ৫জি (5G) কানেক্টিভিটিযুক্ত হ্যান্ডসেট থাকে বা আপনার এলাকায় নতুন মোবাইল নেটওয়ার্ক উপলব্ধ থাকে, সেক্ষেত্রে আপনি নূন্যতম ২৩৯ টাকার রিচার্জ করলে আনলিমিটেড হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন।