দাম বাড়িয়েও শান্তি নেই! ৪৫ কোটি গ্রাহককে ঝটকা দিয়ে এই দুটি সস্তা প্ল্যান বন্ধ করল Jio

Reliance Jio Removes These Plans: একটা সময় সস্তায় সেরা পরিষেবা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও, বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মানুষের সমালোচনা ও ব্যঙ্গের পাত্র হয়ে…

Reliance Jio Removes These Plans: একটা সময় সস্তায় সেরা পরিষেবা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও, বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মানুষের সমালোচনা ও ব্যঙ্গের পাত্র হয়ে দাঁড়িয়েছে রিলায়েন্স জিও। ভারতের বৃহত্তম এই টেলিকম অপারেটর, সম্প্রতি ৫জি পরিষেবার নামে তার রিচার্জ খরচ বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, জিও, কার্যত চুপিচুপি ১৪৯ টাকা ও ১৭৯ টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানদুটি তার পোর্টফোলিও থেকে সরিয়েও দিয়েছে। সব মিলিয়ে জিও ইউজারদের সিম সচল রাখা যে বেশ চাপের ব্যাপার হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই!

জিওর ১৪৯ টাকা এবং ১৭৯ টাকার প্ল্যানে পাওয়া যেত এই সুবিধা

জিওর গায়েব হয়ে যাওয়া ১৪৯ টাকা দামের মোবাইল প্রিপেইড রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ছিল ২০ দিন। এতে ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যেত। অন্যদিকে জিওর ১৭৯ টাকার প্রিপেইড প্ল্যানে ২৪ দিনের বৈধতায় প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস মিলত। কিন্তু আফসোস, এখন এই দামে সংস্থার কোনো প্ল্যান নেই।

জিওর মিনিমাম রিচার্জ প্ল্যান

এই মুহূর্তে রিলায়েন্স জিও ইউজারদের নূন্যতম রিচার্জের জন্য ১৮৯ টাকা ব্যয় করতে হবে। এই প্ল্যানে ২ জিবি মোবাইল ডেটা, আনলিমিটেড কলিং ও ৩০০টি এসএমএসের পাশাপাশি কমপ্লিমেন্টরি জিও অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। এর ভ্যালিডিটি ২৮ দিন। প্রসঙ্গত, ‘ভ্যালু’ প্যাক হিসেবে পরিচিত এই প্ল্যানের আগে দাম ছিল ১৫৫ টাকা।

গত সপ্তাহে পুরো ১৭টি প্ল্যানের দাম বাড়িয়েছে জিও

লোকসভা ভোটের ঠিক পরপরই রিলায়েন্স জিও রিচার্জ খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়ানোর ঘোষণা করে। আর সেই সিদ্ধান্ত মতোই চলতি মাসের শুরু থেকে তারা ১৭টি প্রিপেইড প্ল্যানকে ব্যয়বহুল করে তুলেছে, যে কারণে বর্তমানে সমালোচনার ঝড় উঠেছে। যারা এখনও খেয়াল করেননি, তাদের বলে রাখি এই মুহূর্তে জিওর ২০৯ টাকার প্ল্যানের প্রিপেইড প্ল্যানের দাম এখন ২৪৯ টাকায় দাঁড়িয়েছে, যার বৈধতা ২৮ দিন। একইভাবে ২৩৯ টাকার প্ল্যানের দাম ২৯৯ টাকা হয়ে গেছে, যেখানে ২৯৯ টাকার প্ল্যানটির দাম হয়েছে ৩৪৯ টাকা। এছাড়া ট্যারিফ বৃদ্ধির পর ৩৪৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৪৭৯ টাকার প্ল্যানের দাম এখন যথাক্রমে ৩৯৯ টাকা, ৪৪৯ টাকা এবং ৫৭৯ টাকা হয়েছে।