Jio vs Airtel: 299 টাকার দুই প্ল্যানের মধ্যে বিস্তর পার্থক্য, এই সংস্থা দিচ্ছে 21 জিবি অতিরিক্ত ডেটা

Reliance Jio এবং Airtel তাদের ব্যবহারকারীদের জন্য একাধিক প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির তালিকা এত দীর্ঘ যে আপনার জন্য একটি ভাল রিচার্জ প্যাক খুঁজে বার…

Reliance Jio এবং Airtel তাদের ব্যবহারকারীদের জন্য একাধিক প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির তালিকা এত দীর্ঘ যে আপনার জন্য একটি ভাল রিচার্জ প্যাক খুঁজে বার করা খুব কঠিন। এমন পরিস্থিতিতে আপনাকে সাহায্য করার জন্য আমরা জিও এবং এয়ারটেলের একটি প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি, যার দাম ৩০০ টাকারও কম। প্ল্যান দুটির দাম একই হলেও, তবে এগুলিতে উপলব্ধ সুবিধা আলাদা। এখানে আমরা Airtel এবং Jio-র ২৯৯ টাকার প্ল্যান সম্পর্কে কথা বলছি। আসুন এই দুই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Jio এর ২৯৯ টাকার Plan

২৯৯ টাকার রিলায়েন্স জিও-র এই প্ল্যানে প্রিপেড ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা পাবে। এছাড়া আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং সহ প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যাবে। এই রিচার্জ প্যাকের বৈধতা ২৮ দিন। অর্থাৎ ৫৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে।

আবার ৭ বছর পূর্তি উপলক্ষে রিলায়েন্স জিও এর সাথে আরও ৭ জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে। ফলে মোট ৬৩ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করার সুযোগ পাবে গ্রাহকরা। শুধু তাই নয়, এখানে জিও টিভি সহ জিওর বিভিন্ন অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Airtel এর ২৯৯ টাকার Plan

এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং এবং প্রতিদিন ১.৫ জিবি উচ্চ গতির ডেটার সাথে প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যায়। এয়ারটেলের ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদও ২৮ দিন। এখানে মোট ৪২ জিবি ডেটা পাওয়া যাবে।