Jio গ্রাহকরা পাবে আরও ভালো 5G নেটওয়ার্ক, সহযোগিতা করবে Nokia

Reliance Jio গত বছর আগস্টে 5G স্পেকট্রাম নিলামে ১১ বিলিয়ন ডলার (১১০০ কোটি) মূল্যের এয়ারওয়েভ কিনেছিল এবং যা ব্যবহার করে ইতিমধ্যেই কোম্পানিটি একাধিক শহরে 5G…

Reliance Jio গত বছর আগস্টে 5G স্পেকট্রাম নিলামে ১১ বিলিয়ন ডলার (১১০০ কোটি) মূল্যের এয়ারওয়েভ কিনেছিল এবং যা ব্যবহার করে ইতিমধ্যেই কোম্পানিটি একাধিক শহরে 5G পরিষেবা চালু করেছে।

আজ আবার ইকোনমিক টাইমস দাবি করেছে যে, রিলায়েন্স জিও ইনফোকম (Reliance Jio Infocomm) এই সপ্তাহে নোকিয়ার (Nokia) সাথে ৫জি নেটওয়ার্ক-এর সরঞ্জাম কেনার জন্য ১.৭ বিলিয়ন ডলারের (১৭০কোটি) একটি চুক্তি স্বাক্ষর করতে পারে। রিপোর্টে আরো বলা হয়েছে যে, নোকিয়ার সদর দপ্তর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে, বৃহস্পতিবারের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

ইকোনমিক টাইমস জানিয়েছে যে, ইউরোপীয় রপ্তানি ক্রেডিট এজেন্সি ফিনভেরা, জিওকে অফশোর লোন দেবার কথা পাকা করলে এই টেলিকম কোম্পানিটি এইচএসবিসি, জেপি মরগান এবং সিটিগ্রুপের কাছ থেকে আরো ৫জি-সরঞ্জাম কেনাকাটা করতে পারে।

উল্লেখ্য, সুইডিশ টেলিকমিউনিকেশন কোম্পানি এরিকসন গত বছরের অক্টোবরে ভারতে স্বতন্ত্র ৫জি নেটওয়ার্ক তৈরি করতে জিওর সাথে অংশীদারিত্ব ঘোষণা করেছিল।

প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে, Jio যে সমস্ত ব্যবহারকারীরা এখনও স্মার্টফোন ব্যবহার শুরু করেননি তাদের কাছে পৌঁছানোর প্রয়াসে Jio Bharat Phone 4G লঞ্চ করেছে। এছাড়া তারা নতুন বাজেট 5G স্মার্টফোন চালু করতে Alphabet-এর Google-এর সাথে কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, টেলকোটির এই পদক্ষেপ গুলি ভারতীয় টেলিকম বাজারে ব্যাপক পরিবর্তন আনতে পারে।