এইসব মানুষেরা কখনোই 5G ব্যবহার করতে পারবেননা, তালিকায় আপনিও নেই তো?

গত অক্টোবরের শুরুতে Reliance Jio এবং Bharti Airtel দেশে 5G লঞ্চ করার পর থেকেই এই নেটওয়ার্ক নিয়ে নানা খবর আমাদের সামনে আসছে – পরিষেবার কভারেজ…

গত অক্টোবরের শুরুতে Reliance Jio এবং Bharti Airtel দেশে 5G লঞ্চ করার পর থেকেই এই নেটওয়ার্ক নিয়ে নানা খবর আমাদের সামনে আসছে – পরিষেবার কভারেজ প্রসারিত হওয়া, কীভাবে এটি ব্যবহার করা যাবে, সরকার বা বিভিন্ন কোম্পানি 5G নেটওয়ার্ক নিয়ে কী পরিকল্পনা করছে ইত্যাদি বিষয়গুলি নিয়েই এখন সরগরম প্রযুক্তিমহল। কিন্তু এর মধ্যে সম্প্রতি যে খবরটি সামনে এসেছে তা শুনলে অবাক হবেন আপনিও! আসলে দিল্লি, মুম্বাই এবং ব্যাঙ্গালোরসহ ভারতের অনেক শহরেই 5G নেটওয়ার্ক চালু হয়েছে; কিন্তু তা সত্ত্বেও এখানে বসবাসকারী অনেকেই নতুন নেটওয়ার্কের সুবিধা পাচ্ছেননা। না, হাতের স্মার্টফোনের ক্যাপাসিটির কারণে এই সমস্যা নয়। বরঞ্চ হাল-হকিকত বলছে, এই শহরগুলিতে বসবাসকারী কিছু মানুষ সম্ভবত কখনোই 5G নেটওয়ার্ক উপভোগ করতে পারবেননা। স্বাভাবিকভাবেই মনে একটাই প্রশ্ন আসে – কেন?

এই শহরগুলির বসবাসকারীরা 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেননা

টেলিকমিউনিকেশন বিভাগ বা ডিওটি (DoT) সম্প্রতি তিনটি প্রধান টেলিকম কোম্পানি অর্থাৎ এয়ারটেল, জিও এবং ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea)-কে চিঠি পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে কোনো শহরের বিমানবন্দর থেকে ২.১কিমি পর্যন্ত এলাকায় সি-ব্যান্ড ৫জি (C-Band 5G) বেস স্টেশন তৈরি করা যাবে না। মনে করা হচ্ছে যে, এই সি-ব্যান্ড ৫জি, বিমান রাডারের জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে। আর তাই ডিওটি এই পরিসরে ৫জি স্টেশন তৈরি করার বিষয়টি নিষিদ্ধ করেছে।

ইতিমধ্যেই বিমানবন্দরের কাছে 5G বেস স্টেশন ইনস্টল করেছে Airtel

ডিওটি এই নতুন নিয়ম আনার আগেই এয়ারটেল কোম্পানি নাগপুর, ব্যাঙ্গালোর, নতুন দিল্লি, গুয়াহাটি এবং পুনে বিমানবন্দরে ৫জি বেস স্টেশন ইনস্টল করেছে। অন্যদিকে জিও-ও ইতিমধ্যে দিল্লি-এনসিআর বিমানবন্দরের কাছে ৫জি বেস স্টেশন তৈরি করেছে। সেক্ষেত্রে সমস্ত বিমান মানে এয়ারক্র্যাফ্টের রাডার পরিবর্তন না হওয়া অবধি এই নতুন নিয়ম লাগু থাকবে, আর কবে এই পরিবর্তন সাধিত হবে তার কোনো হিসেব বা হদিশ নেই! তাই এই পরিস্থিতিতে ৫জি পরিষেবাপ্রাপ্ত শহরে বাস করলেও, বিমানবন্দরের কাছাকাছি থাকলে আপনারা ৫জি নেটওয়ার্কের সুবিধা পাবেননা।

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে ৫জি নেটওয়ার্ক উপভোগ করতে চাইলে আপনার কাছে অবশ্যই একটি ৫জি স্মার্টফোন থাকতে হবে। এছাড়াও, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি শহরটি টেলিকম সংস্থাগুলির ৫জি পরিষেবাপ্রাপ্ত কিনা!