TRAI-এর হুঁশিয়ারি! স্প্যাম কল করলে ২ বছরের জন্য ব্যান, ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর নয়া নিয়ম

স্প্যাম কলের মোকাবিলায় বাল্ক কানেকশনের অপব্যবহারী সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। ট্রাই জানিয়েছে, অবিলম্বে রিলায়েন্স Jio, Airtel, Vodafone…

Trai Orders To Ban Companies Doing Spam Calls For 2 Years

স্প্যাম কলের মোকাবিলায় বাল্ক কানেকশনের অপব্যবহারী সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। ট্রাই জানিয়েছে, অবিলম্বে রিলায়েন্স Jio, Airtel, Vodafone Idea এবং BSNL এর পিআরআই বা এসআইপি কানেকশনের মাধ্যমে স্প্যাম কল করা যে কোনো সংস্থার পরিষেবা বন্ধ করতে হবে।

দু বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে সংস্থাগুলিকে

ট্রাই জানিয়েছে, এই ধরনের সংস্থাগুলিকে সমস্ত অপারেটর দ্বারা দুই বছরের জন্য ব্ল্যাকলিস্টেড বা নিষিদ্ধ করা হবে। ট্রাই আরো বলেছে, ক্রমবর্ধমান স্প্যাম কলের কারণে সমস্যায় পড়ছেন সাধারণ গ্রাহক। তাই তারা সার্ভিস প্রোভাইডারদের সাথে বৈঠক করে কঠোর পদক্ষেপ চূড়ান্ত করতে তৎপর হয়ে উঠেছে।

ট্রাই তার সতর্কবার্তায় কি বলেছে?

একটি নিউজ রিলিজে ট্রাই জানিয়েছে যে, তারা সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভাগ করে নেবে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে টেলিকম সার্ভিস প্রোভাইডাররা ওই সংস্থাগুলির সমস্ত কানেকশন বিচ্ছিন্ন করবে। পাশাপাশি, তাদের দুই বছরের জন্য ব্ল্যাকলিস্টেডও করবে।

এছাড়াও, ট্রাই আরো আদেশ দিয়েছে যে, ১লা সেপ্টেম্বর ২০২৪ থেকে যাচাই না করা ইউআরএল বা এপিকে সহ সমস্ত ধরনের মেসেজ ব্লক করতে হবে। উল্লেখ্য, এই সিস্টেম কার্যকর করার জন্য টেলিকম অপারেটরদের ৩১ শে অক্টোবর ২০২৪ পর্যন্ত সময়সীমাও প্রদান করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী ট্রাই আরো বলেছে যে, ভয়েস কল, রোবো কল, প্রি রেকর্ডেড কলের জন্য পিআরআই এবং এসআইপি কানেকশন ব্যবহার করা স্প্যামারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরী। উল্লেখ্য, এই কাজে সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারীরা স্প্যাম কলের সমস্যা প্রতিরোধ করার জন্য ট্রাইকে সম্পূর্ণ সহযোগিতা করার এবং সময়সীমার মধ্যে ট্রায়ের নির্দেশাবলী বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছে।