Vi MiFi: যেকোনো জায়গায় পাবেন ওয়াইফাই, মাত্র 399 টাকায় বিশেষ সুবিধা দিচ্ছে ভোডাফোন আইডিয়া

বর্তমানে, অনেক মানুষকেই নানা কারণে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। তবে, এই কারণে তো কাজ থামিয়ে রাখা যায় না। তাই এমন সময় প্রয়োজন হয় ইন্টারনেটের।…

বর্তমানে, অনেক মানুষকেই নানা কারণে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। তবে, এই কারণে তো কাজ থামিয়ে রাখা যায় না। তাই এমন সময় প্রয়োজন হয় ইন্টারনেটের। আর এই সমস্যা সমাধানের জন্য Vodafone Idea, MiFi নামে একটি পোর্টেবল ওয়াই-ফাই ডিভাইস অফার করে, যার দাম ২০০০ টাকা।

এই পোর্টেবল ওয়াই-ফাই রাউটারটি ব্যবহারকারীদের চলার পথে বিভিন্ন ডিভাইসে কানেক্টিভিটি অ্যাক্সেস করার সুযোগ দেয়। পাশাপাশি, এটি ট্রাভেলের সময় নির্ভরযোগ্য ইন্টারনেট স্পিডও অফার করে থাকে। দেশের যেকোনো এলাকার গ্রাহকেরা এই ডিভাইসটি অনলাইনে বা রিটেল আউটলেটের মাধ্যমে কিনতে পারবেন। আসুন এই ডিভাইসের মাধ্যমে Vodafone Idea আর কি কি সুবিধা অফার করছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভোডাফোন আইডিয়ার পোর্টেবল ওয়াই-ফাই রাউটার Vi MiFi-এর প্ল্যান

বর্তমানে গ্রাহকদের জন্য শুধুমাত্র দুটি Vi MiFi প্ল্যান উপলব্ধ। আর এই দুটি প্ল্যানের জন্য গ্রাহককে প্রতি মাসে ৩৯৯ টাকা এবং ৪৯৯ টাকা খরচ করতে হবে।

৩৯৯ টাকার প্ল্যানে, ব্যবহারকারীরা পাবেন ৫০ জিবি ডেটা,আর ৪৯৯ টাকার প্ল্যানে পাবেন ৯০ জিবি ডেটা। উভয় প্ল্যানেই ২০০ জিবি ডেটা রোলওভারের সুযোগও দেয়। আর প্ল্যান দ্বারা প্রদত্ত ডেটা কোটা শেষ হলে প্রতি জিবি ডেটার জন্য ২০ টাকা চার্জ করা হবে।

Vi MiFi এক সাথে মোট ১০টি ডিভাইসকে ইন্টারনেট সরবরাহ করতে পারে। আবার এটির ব্যাটারি লাইফ ৬ ঘন্টা। যদিও, ব্যাটারি লাইফ ব্যবহারের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

টেলকোর দাবি Vi MiFi ১৫০ এমবিপিএস পর্যন্ত সুপার-ফাস্ট ডেটা স্পিড সরবরাহ করবে, কিন্তু সব ক্ষেত্রে এমন স্পিড নাও পাওয়া যেতে পারে। কারণ, ভোডাফোন আইডিয়া এখনো ৫জি ইন্টারনেট পরিষেবা অফার করে না, আর টেলকোর ৪জি নেটওয়ার্ক দেশের কোনো অংশে এই ধরনের গতি সরবরাহ করে না।

প্রসঙ্গত, Vi MiFi-এর ২০ জিবির জন্য ১০০ টাকা এবং ৫০ জিবির জন্য ২০০ টাকা থেকে ডেটা প্যাক রয়েছে।