Vodafone Idea -র খাস অফার, জিতে নিন ফ্লাইট টিকিট সহ আরও অনেক কিছু, মাত্র পাঁচ দিনের অফার

Vodafone Idea (Vi) ভারতের অন্যতম জনপ্রিয় একটি টেলিকম অপারেটর। যারা অন্যান্য বৃহত্তম টেলিকম সংস্থারগুলির সাথে প্রতিনিয়ত লড়াই করে এখনো টেলিকমিউনিকেশনের বাজারে টিকে রয়েছে। বিশেষজ্ঞদের মতে…

Vodafone Idea (Vi) ভারতের অন্যতম জনপ্রিয় একটি টেলিকম অপারেটর। যারা অন্যান্য বৃহত্তম টেলিকম সংস্থারগুলির সাথে প্রতিনিয়ত লড়াই করে এখনো টেলিকমিউনিকেশনের বাজারে টিকে রয়েছে। বিশেষজ্ঞদের মতে সংস্থাটি তাদের বিশেষ অফার এবং প্ল্যানগুলির জন্যই এখনো নিজের জায়গাটি ধরে রাখতে সক্ষম হয়েছে। সম্প্রতি Vodafone Idea আবার তাদের প্রিপেড ব্যবহারকারীদের জন্য Recharge and Fly নামের একটি নতুন এবং বিশেষ অফার ঘোষণা করেছে। উল্লেখ্য, টেলকোটি EaseMyTrip-এর সাথে যৌথ ভাবে এই অফারটি ঘোষণা করেছে।

Vodafone Idea -র রিচার্জ এবং ফ্লাই অফার আসলে কি

Vi ঘোষণা করেছে যে, ২০২৩-এর ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারকারীরা ভিআই অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে প্রতি ঘন্টায় ৫,০০০ টাকা মূল্যের একটি ফ্লাইট টিকিট জেতার সুযোগ পাবেন একদম বিনামূল্যে। আবার ব্যবহারকারীরা যদি কোন বেশি দামের ফ্লাইট টিকিট বুক করেন, সে ক্ষেত্রেও তারা ৫০০০ টাকার ছাড় পাবেন। একই সাথে এই পাঁচদিনের মধ্যে গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করারও সুযোগ পাবেন। সংস্থাটি জানিয়েছে, Vi অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই সময় ব্যবহারকারীদের ৫০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করার সুযোগ দেওয়া হবে।

এছাড়াও, ব্যবহারকারীরা ফ্লাইট টিকিটের পাশাপাশি ইজি মাই ট্রিপ-এর তরফ থেকে ৪০০ টাকা মূল্যের একটি বিশেষ ডিসকাউন্ট কুপনও জিততে পারেন।

তবে মনে রাখবেন, প্রত্যেকটি অফারই কেবলমাত্র ভিআই অ্যাপ ব্যবহার করে রিচার্জ করা প্ল্যানগুলিতে উপলব্ধ থাকবে।

Vodafone Idea -র ‘Choice Plan’

প্রসঙ্গত উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া গত মাসে তাদের পোস্টপেড গ্রাহকদের জন্য ‘চয়েস প্ল্যান’ নামের একটি নতুন প্ল্যান ঘোষণা করেছে। যে প্ল্যানের মাধ্যমে ভিআই-এর পোস্টপেড ব্যবহারকারীরা এন্টারটেইনমেন্ট, ফুড, ট্রাভেল এবং মোবাইল সিকিউরিটির মতো একাধিক বিভাগে বিভিন্ন সুবিধা পেতে পারবেন। এই সুবিধা গুলি হল –

  • এন্টারটেইনমেন্ট – এই বিভাগে ব্যবহারকারীরা Amazon Prime, Disney+Hotstar, SonyLiv এবং SunNXT-এর মতো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার সুযোগ পাবেন একদম বিনামূল্যে।
  • ফুড – ফুড বিভাগটিতে ইজি ডিনারের ছয় মাসের সাবস্ক্রিপশন সহ প্রিমিয়াম রেস্তোরাঁ বা বারগুলিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
  • ট্রাভেল – এক্ষেত্রে ভিআই ব্যবহারকারীরা ইজি মাই ট্রিপ-এর এক বছরের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এছাড়াও, পাবেন রাউন্ড ট্রিপ বুকিং-এ ৭৫০ টাকা পর্যন্ত ছাড় এবং প্রতি মাসে ওয়ান-ওয়ে ফ্লাইট টিকিটে ৪০০ টাকা পর্যন্ত ছাড়।
  • মোবাইল সিকিউরিটি বিভাগে ব্যবহারকারীদের একটি ডিভাইসের জন্য নরটন অ্যান্টিভাইরাস প্রোটেকশনের ১ বছরের সাবস্ক্রিপশন দেওয়া হবে।

উল্লেখ্য, Vodafone Idea ব্যবহারকারীরা ভিআই অ্যাপ ব্যবহার করে যে প্ল্যানটি রিচার্জ করবেন অফারগুলি তার উপর নির্ভর করবে।