Vi-এর রোমিং খরচ নিয়ে অসন্তুষ্ট সারা আলি খান, সংস্থা আনল নতুন সস্তা প্যাক

সেলিব্রিটি-তারকাদের জীবনের খুঁটিনাটি জানতে বেশিরভাগ মানুষই কৌতূহলী থাকেন, তাঁদের প্রতিটা পদক্ষেপ এখন সংবাদমাধ্যমের অন্যতম মশলা! কিন্তু তারকা ব্যক্তিত্বের কারণে কোনো কোনো কোম্পানিও কি নতুন ব্যবসায়িক…

সেলিব্রিটি-তারকাদের জীবনের খুঁটিনাটি জানতে বেশিরভাগ মানুষই কৌতূহলী থাকেন, তাঁদের প্রতিটা পদক্ষেপ এখন সংবাদমাধ্যমের অন্যতম মশলা! কিন্তু তারকা ব্যক্তিত্বের কারণে কোনো কোনো কোম্পানিও কি নতুন ব্যবসায়িক পদক্ষেপ নিতে পারে? হালফিলে এমন প্রশ্নই উঠেছে দেশের অন্যতম প্রধান টেলিকম কোম্পানির প্রসঙ্গে। আসলে 5G পরিষেবা চালু নিয়ে চলা জল্পনার মধ্যেই অতিসম্প্রতি Vodafone Idea বা Vi চার-চারটি নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক লঞ্চ করেছে। এই রোমিং প্যাকগুলির দাম শুরু হচ্ছে ৫৯৯ টাকা থেকে, যেখানে সর্বোচ্চ প্ল্যানটির জন্য খরচ করতে হবে ৪,৪৯৯ টাকা। এদের মধ্যবর্তী হিসেবে থাকবে ২,৯৯৯ টাকা এবং ৩,৯৯৯ টাকা দামের দুটি বিকল্প। আর এই সমস্ত প্ল্যানেই আনলিমিটেড ডেটা এবং কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড অভিনেত্রী সারা আলি খান, Vodafone Idea-র রোমিং প্ল্যানের খরচ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করার পরপরই সংস্থা এই নতুন প্ল্যানগুলি লঞ্চ করেছে। তাই নেটিজেনরা দুটি ঘটনার মধ্যে কার্য-কারণ খুঁজছেন!

Vodafone Idea-র নতুন চারটি রোমিং প্যাকের সুবিধা

ভোডাফোন-আইডিয়ার নতুন চারটি রোমিং প্ল্যানই আনলিমিটেড ডেটা এবং কলিংয়ের সুবিধা অফার করবে। এক্ষেত্রে ৫৯৯ টাকার রোমিং প্যাকটিতে ২৪ ঘণ্টা বা একদিনের বৈধতা পাওয়া যাবে, যেখানে ২,৯৯৯ টাকার প্ল্যানটি বৈধ হবে ৭ দিনের জন্য। একইভাবে ৩,৯৯৯ টাকা ও ৪,৪৯৯ টাকার প্ল্যানে যথাক্রমে ১০ দিন এবং ১৪ দিন মানে দুই সপ্তাহের ভ্যালিডিটি মিলবে।

Vi-এর রোমিং প্যাক ব্যয়বহুল: সারা আলি খান

সারা আলি খান সম্প্রতি ভোডাফোন আইডিয়ার রোমিং প্ল্যানের ব্যাপক দাম সম্পর্কে কথা বলেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি আইফা (IIFA) অ্যাওয়ার্ডের সময় নিজের নম্বরে রোমিং প্যাকটি রিচার্জ করতে গিয়ে দেখেন যে সংস্থার একদিনের রোমিং প্যাকটির খরচ প্রায় ৬৯৫ টাকা৷ এই পরিস্থিতিতে সারাকে হেয়ার ড্রেসারের হটস্পট নিয়ে কাজ করতে হয় বলে তিনি জানিয়েছেন। এরপর এখন ভোডাফোন কিছু নতুন প্ল্যান চালু করেছে।

এসেছে নতুন প্রিপেইড প্ল্যানও

বলে রাখি, ভোডাফোন আইডিয়া সম্প্রতি তিনটি নতুন প্রিপেইড প্ল্যানও চালু করেছে যার প্রারম্ভিক মূল্য ১৭ টাকা। এর মধ্যে দ্বিতীয় রিচার্জ প্ল্যানটির দামও ১০০ টাকার কম – ৫৭ টাকা। তবে তিন নম্বর নতুন প্ল্যানটি বেশ ব্যয়বহুল, এর জন্য ১,৯৯৯ টাকা খরচ করতে হবে। এগুলিতে ১ দিন থেকে শুরু করে ২৫০ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যাবে।