Vodafone Idea: জিও এয়ারটেলের পর রিচার্জ প্ল্যানের দাম বাড়াল ভোডাফোন আইডিয়া

রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের পথে হেঁটে ভোডাফোন আইডিয়া ওরফে ভিআই -ও তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়াল। এক্ষেত্রে প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের পাশাপাশি ডেটা…

রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের পথে হেঁটে ভোডাফোন আইডিয়া ওরফে ভিআই -ও তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়াল। এক্ষেত্রে প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের পাশাপাশি ডেটা অ্যাড-অন প্যাকেজ কিনতে হলেও গ্রাহকদের অতিরিক্ত টাকা খসাতে হবে। টেলিকম অপারেটরটির এন্ট্রি লেভেল প্রিপেড প্ল্যান কিনতে আগে ১৭৯ টাকা খরচ পড়তো, যা এখন ১৯৯ টাকা হয়ে গেছে। আবার বার্ষিক প্ল্যানের দাম ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এভাবে ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানগুলির ট্যারিফ ২০% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, যা আগামী ৪ঠা জুলাই থেকে কার্যকর হবে৷ নীচে ভিআই এর প্রত্যেকটি প্ল্যানের নতুন দাম দেওয়া হল –

ভোডাফোন আইডিয়ার প্রিপেড প্ল্যানের নতুন দাম

ভিআই এর এক মাসের বৈধতা যুক্ত প্ল্যান

  • ১৯৯ টাকার প্ল্যান: এই এন্ট্রি-লেভেল প্রিপেড প্ল্যানের দাম ছিল ১৭৯ টাকা, যা বেড়ে এখন ১৯৯ টাকা হয়ে গেছে। এর মেয়াদ ২৮ দিন এবং মোট ২ জিবি ডেটা পাওয়া যাবে।
  • ২৯৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ২৬৯ টাকা। এখন বাড়িয়ে ২৯৯ টাকা করে দেওয়া হয়েছে। ২৮ দিনের জন্য দৈনিক ১ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
  • ৩৪৯ টাকার প্ল্যান: ২৯৯ টাকার এই প্ল্যানের দাম বেড়ে ৩৪৯ টাকা হয়ে গেছে। এটিও ২৮ দিনের জন্য বৈধ থাকবে। প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হবে।
  • ৩৭৯ টাকার প্ল্যান: দাম ৩১৯ টাকা থেকে বেড়ে ৩৭৯ টাকা হয়ে গেছে। ৩০ দিনের জন্য বৈধ থাকবে। সাথে দৈনিক ২ জিবি ডেটা অফার করা হবে।

ভিআই এর দুই মাসের বৈধতা যুক্ত প্ল্যান

  • ৫৭৯ টাকার প্ল্যান: আগে এই প্ল্যান কিনতে খরচ পড়তো ৪৭৯ টাকা। এখন ১০০ টাকা বেশি অর্থাৎ ৫৭৯ টাকা খসাতে হবে। এর বৈধতা ৫৬ দিন এবং দৈনিক ১.৫ জিবি ডেটা মিলবে।
  • ৬৪৯ টাকার প্ল্যান: ৫৩৯ টাকার এই প্ল্যানের দাম বেড়ে ৬৪৯ টাকা হয়ে গেছে। ৫৬ দিনের জন্য দৈনিক ২ জিবি ডেটার অ্যাক্সেস দেওয়া হবে।

ভিআই এর তিন মাসের প্ল্যান

  • ৫০৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ৪৫৯ টাকা। এখন হয়ে গেছে ৫০৯ টাকা। ৮৪ দিনের জন্য মোট ৬ জিবি ডেটা পাওয়া যাবে।
  • ৮৫৯ টাকার প্ল্যান: ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বেড়ে ৮৫৯ টাকা হয়ে গেছে। এর বৈধতা ৮৪ দিনের। সাথে দৈনিক ১.৫ জিবি ডেটা দেওয়া হবে।
  • ৯৭৯ টাকার প্ল্যান: আগামী ৪ঠা জুলাই থেকে ৮৩৯ টাকা দামের প্রিপেড প্ল্যান কিনতে খরচ পড়বে ৯৭৯ টাকা। এটি ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। আর প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে।

ভোডাফোন আইডিয়ার ১ বছরের বৈধতা যুক্ত রিচার্জ প্ল্যান

  • ১৯৯৯ টাকার প্ল্যান: আগে দাম ছিল ১৭৯৯ টাকা। এখন বেড়ে হয়ে গেছে ১৯৯৯ টাকা। ১ বছর বা ৩৬৫ দিনের মেয়াদ সহ এসেছে। মোট ২৪ জিবি ডেটা মিলবে।
  • ৩৪৯৯ টাকার প্ল্যান: ট্যারিফ হাইকের পর ২৮৯৯ টাকা দামের এই প্ল্যানের দাম বৃদ্ধি পেয়ে ৩৪৯৯ টাকা হয়ে গেছে। এটিও ১ বছরের বৈধতা সহ এসেছে। দৈনিক ১,৫ জিবি ডেটার অ্যাক্সেস দেওয়া হবে।

ডেটা অ্যাড-অন প্ল্যানের নতুন দাম :

  • ২২ টাকার প্ল্যান: ১৯ টাকার এই ডেটা অ্যাড-অন এর দাম বেড়ে ২২ টাকা হয়ে গেছে। এর সাথে ১ দিনের জন্য মোট ১ জিবি ডেটা পাওয়া যাবে।
  • ৪৮ টাকার প্ল্যান: ৩৯ টাকা থেকে দাম বাড়িয়ে ৪৮ টাকা করে দেওয়া হয়েছে। ৩ দিন বৈধ থাকবে। মিলবে মোট ৬ জিবি ডেটা।

ভোডাফোন আইডিয়ার পোস্টপেড প্ল্যানের নতুন দাম

  • ৪৫১ টাকার প্ল্যান: আগে দাম ছিল ৪০১ টাকা। বেড়ে হয়ে গেছে ৪৫১ টাকা। এর সাথে ১টা সিম সাপোর্ট, ৫০ জিবি ডেটা, ২০০ জিবি ডেটা রোলওভার পাওয়া যাবে। সাথে – ডিজনি+হটস্টার, সনি লিভ, সান নেক্সট -এর মধ্যে যেকোনো ১টি ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা মিলবে।
  • ৫৫১ টাকার প্ল্যান: ৫০১ টাকা থেকে বাড়িয়ে ৫৫১ টাকা করে দেওয়া হয়েছে। বেসিক বেনিফিট হিসাবে মিলবে – ১টা সিম সাপোর্ট, ৯০ জিবি ডেটা, ২০০ জিবি ডেটা রোলওভার। আর অতিরিক্ত বেনিফিটের মধ্যে সামিল থাকছে – অ্যামাজন প্রাইম ভিডিও, সুইগি ওয়ান, ডিজনি+হটস্টার, সনি লিভ, সান নেক্সট, ইজিমাইট্রিপ ডিসকাউন্ট কুপনের মধ্যে যেকোনো ২টি প্ল্যানের সুবিধা।
  • ৭০১ টাকার প্ল্যান: দাম ছিল ৬০১ টাকা। বেড়ে হয়ে গেছে ৭০১ টাকা। এর সাথে – ২টি সিম সাপোর্ট, ৭০ জিবি প্রাইমারি + ৪০ জিবি অ্যাড অন ডেটা, ২০০ জিবি ডেটা রোলওভার মিলবে। পাশাপাশি – অ্যামাজন প্রাইম ভিডিও, সুইগি ওয়ান, ডিজনি+হটস্টার, সনি লিভ, সান নেক্সট, ইজিমাইট্রিপ ডিসকাউন্ট কুপনের মধ্যে যেকোন ২টি প্ল্যানের সুবিধা অফার করা হবে।
  • ১২০১ টাকার প্ল্যান: ১০০১ টাকার পোস্টপেড প্ল্যানের দাম পুরো ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন ১২০১ টাকা খরচ পড়বে। এর সাথে – ৪টি সিম সাপোর্ট, ১৪০ জিবি প্রাইমারি + প্রতিটি অ্যাড-অনের জন্য ৪০ জিবি ডেটা, ২০০ জিবি ডেটা রোলওভার এবং অ্যামাজন প্রাইম ভিডিও, সুইগি ওয়ান, ডিজনি+হটস্টার, সনি লিভ, সান নেক্সট, ইজিমাইট্রিপ ডিসকাউন্ট কুপনের মধ্যে যেকোনো ২টি প্ল্যানের বেনিফিট মিলবে।