UPI লেনদেনে নতুন রেকর্ড, দৈনিক লেনদেন ছাড়ালো ৬৮ হাজার কোটি টাকা

ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় অবদান রেখেছে UPI। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) ডেটা অনুযায়ী,...
Julai Mondal 7 Oct 2024 9:14 PM IST

ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় অবদান রেখেছে UPI। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) ডেটা অনুযায়ী, প্রথমবার গত সেপ্টেম্বরে ১৫০০ কোটি (১৫ বিলিয়ন) ইউপিআই ভিত্তিক লেনদেন হয়েছে। যেখানে আগস্টে হয়েছিল ১৪৯০ কোটি লেনদেন।

এনপিসিআইয়ের ডেটা অনুসারে, ভারতে প্রতিদিন গড় ইউপিআই লেনদেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০১ মিলিয়ন, যেখানে ২০২৪ সালের আগস্টে ছিল ৪৮৩ মিলিয়ন। সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ৬৮,৮০০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতমাসে ছিল ৬৬,৪৭৫ কোটি টাকা। অর্থাৎ গত এক মাসে ইউপিআই পেমেন্ট বেড়েছে অনেকটাই।

এনপিসিআইয়ের আরও বলেছে যে, সেপ্টেম্বরে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস) ভিত্তিক লেনদেন হয়েছে ৪৩০ মিলিয়ন, যা টাকার অঙ্কে ৫.৬৫ লক্ষ কোটি। অন্যান্য পেমেন্ট বিকল্প, যেমন আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম থেকে লেনদেন হয়েছে ১০০ মিলিয়ন।

UPI পেমেন্ট প্ল্যাটফর্মগুলির কথা বললে, আগস্টে ওয়ালমার্টের মালিকানাধীন ফোনপে-র মার্কেট শেয়ার ছিল ৪৮ শতাংশেরও বেশি। অর্থাৎ ইউপিআই মার্কেটের বেশিরভাগ অংশ ফোনপের দখলে। তাদের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে গুগল পে এবং তৃতীয় স্থানে রয়েছে পেটিএম। তবে কেন্দ্র সরকার শীঘ্রই প্ল্যাটফর্মগুলির জন্য ৩০ শতাংশ মার্কেট শেয়ার শর্ত বেঁধে দিতে চলেছে। ফলে ফোনপের রাজত্ব বেশিদিন থাকবে না বলেই মনে হচ্ছে।

Show Full Article
Next Story