অ্যাক্সিডেন্টও গায়ে আঁচড় কাটতে পারবে না, স্করপিওর ফিচার এবার Mahindra Bolero-তে

Updated on:

Next Gen Mahindra Bolero Launch Date

ভারতের এসইউভি (SUV) গাড়ির বাজারে দীর্ঘদিনের একটি প্রসিদ্ধ নাম হল মাহিন্দ্রা বোলেরো (Mahindra Bolero)। এটি আবার বর্তমানে সংস্থার বেস্ট-সেলিং এসইউভি। দেশের গ্রামাঞ্চল ও মফস্বল অঞ্চলে গাড়িটি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে। যার কারণ গাড়িটির রাগেড ডিজাইন, বাস্তবিকতা এবং জ্বালানির সাশ্রয়। জল্পনা চলছে, গাড়িটির নতুন প্রজন্মের সংস্করণ লঞ্চ করতে চলেছে মাহিন্দ্রা। যদিও সংস্থার তরফে লঞ্চের সময়কাল ও অন্যান্য বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা এসে পৌঁছায়নি।

নতুন Mahindra Bolero ডিজাইন

সূত্রের দাবি, নতুন প্রজন্মের মাহিন্দ্রা বোলেরো অবতারটি স্করপিও এন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। যেটি উন্নত মানের শক্তিশালী স্টিল দ্বারা তৈরি হওয়ায় ওজনেও হালকা। ফলে শরীর আরও বেশি শক্তপোক্ত হতে চলেছে।গাড়ির বাইরেও বড়সড় পরিবর্তন চোখে পড়বে বলে আশা করা হচ্ছে। নতুন মডেলটির সম্মুখের আকার আরও বড় হতে পারে। যাতে ব্রান্ডের নতুন সিগনেচার টুইন পিক লোগো সমেত ক্রোম অ্যাক্সেন্ট সহ সেভেন-স্লট গ্রিল থাকবে বলে অনুমান। এছাড়াও আয়তাকার এলইডি হেডলাইট, নতুন বাম্পার এবং ক্রোম আবৃত ফগ ল্যাম্প থাকার সম্ভাবনা।

নতুন Mahindra Bolero ফিচার্স

নতুন বোলেরোর ফিট, ফিনিশ, এবং মেটারিয়াল কোয়ালিটিও আপগ্রেড করা হতে পারে। ফিচার হিসেবে হিসেবে একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, মাল্টি ফাংশনাল স্টিয়ারিং হুইল, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট এবং অটোমেটিক এসি ইউনিট থাকবে বলে মনে করা হচ্ছে। বর্তমান মডেলের থেকে ব্লুটুথ কানেক্টিভিটি সহ অডিও সিস্টেম, পাওয়ার উইন্ডো, ১২ ভোল্ট অ্যাক্সেসরি সকেট, রিমোট লকিং, ইঞ্জিন আইডল স্টপ/স্টার্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ড্রাইভার এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, অ্যান্টি লক বেকিং সিস্টেম বা এবিএস এবং ফ্রন্ট সিট বেল্ট রিমাইন্ডারের মতো বৈশিষ্ট্যগুলি আপকামিং মডেলে দেখা যেতে পারে।

নতুন Mahindra Bolero ইঞ্জিন

নতুন প্রজন্মের Mahindra Bolero-এর আকারে সামান্য পরিবর্তন ঘটানো হতে পারে। আগের চাইতে ডাইমেনসন সামান্য বড় হওয়ায় কেবিনের ভেতরে জায়গা বেশি মিলবে। তিন সারি বিশিষ্ট সিট, নতুন মডেলেও দেখা মিলতে পারে। দুই ধরনের ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যাবে গাড়িটি – ২.২ লিটার mHawk ডিজেল এবং একটি ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। উভয় মডেলই ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স বিকল্পে উপলব্ধ হবে।

নতুন Mahindra Bolero দাম

কয়েকটি উল্লেখযোগ্য আপডেট থাকার ফলে নতুন প্রজন্মের Mahindra Bolero যে মহার্ঘ হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিতভাবেই বলা যায়। এসইউভি মডেলটি বর্তমানে তিনটি ট্রিমে বেছে নেওয়া যায় – B4, B6 ও B6 (O)। এদের মূল্য যথাক্রমে ৯.৭৮ লক্ষ টাকা, ১০ লক্ষ টাকা ও ১০.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

সঙ্গে থাকুন ➥