অন্যান্য মডেলকে পিছনে ফেলে দেদার বিকোচ্ছে Tata-র এই তিন গাড়ি, কিনবেন নাকি

এ বছর মার্চে প্রথম সারিতে থাকা অন্যান্য গাড়ি সংস্থার মতো টাটা মোটরস (Tata Motors)-এরও ভাগ্যে লক্ষ্মীর আশীর্বাদ প্রত্যক্ষ করা গেল। গত মাসে সংস্থাটি মোট ৪৪,০৪৪ ক্রেতার হাতে নিজেদের বিভিন্ন মডেলের গাড়ির চাবি তুলে দিতে সক্ষম হয়েছে। যেখানে ২০২২-এর মার্চে বিক্রি হয়েছিল ৪২,২৯৩ ইউনিট। গত মাসের টাটার কোন তিনটি গাড়ি বিক্রিতে সর্বাধিক অবদান রেখেছে, আসুন জেনে নেওয়া যাক।
Tata Nexon
নেক্সন হল টাটার সর্বাধিক বিক্রিত এসইউভি মডেল। যেটি নিজের বিক্রি দিনদিন বাড়িয়ে চলেছে। যদিও গত মাসে বেচাকেনা নিরিখে এটি দেশের বেস্ট সেলিং এসইউভি-র তকমা খুইয়ে দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ির স্থান পেয়েছে। মার্চে এটি মোট ১৪,৭৬৯ নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। যেখানে এক বছর আগে বেচাকেনার পরিমাণ ছিল ১৪,৩১৫ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ৩% অগ্রগতি নজর করা গেছে।
ভারতের বাজারে গাড়িটি বেশ জনপ্রিয়। যার অন্যতম কারণ এর বাস্তবিকতা এবং সুরক্ষা। গাড়িটি গ্লোবাল এনক্যাপের ক্র্যাশ টেস্টে পাঁচ তারার সুরক্ষার মানপত্র আদায় করতে পেরেছে। এই কম্প্যাক্ট এসইউভি মডেলটি পেট্রোল, ডিজেল এমনকি ইলেকট্রিক ভার্সনেও উপলব্ধ।
Tata Punch
বর্তমানে দেশের সর্বাধিক সুরক্ষিত গাড়ির জায়গা করে নিয়েছে Tata Punch। সংস্থার চারটি এসইউভি গাড়িই (Nexon, Punch, Harrier ও Safari) মার্চে এক মাসে সর্বাধিক বিক্রির রেকর্ড স্পর্শ করেছে। আগের মাসে Punch ১০,৮৯৪ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। যেখানে আগের বছর ওই সময়ে বিক্রি হয়েছিল ১০,৫২৬ ইউনিট। ফলে এবারে বেচাকেনা ৩% জোয়ার দেখা গেছে।
Tata Tiago
বর্তমানে টাটার বেস্ট সেলিং হ্যাচব্যাক মডেলের তকমা পেয়েছে Tiago। এ বছর মার্চে মোট ৭,৩৬৬ ইউনিট বিক্রি হয়েছে এটি। যেখানে এক বছর আগে বেচাকেনার পরিমাণ ছিল ৪,০০২টি। ফলে এবারের বিক্রি ৮৪% আধিক্য ঘটেছে। বর্তমানে টাটার সর্বাধিক বিক্রিত গাড়ির তৃতীয় স্থানে রয়েছে এটি।