vintage electric car 1913 waverly model 93 ev ready for auction as old as titanic

Vintage Car Auction: নিয়ে যাবে অতীতে! কিনবেন নাকি টাইটানিকের আমলের গাড়ি

যদি এমনটা মনে করে থাকেন যে, ইলেকট্রিক গাড়ি অটোমোবাইলের জগতে নতুন আবিষ্কার, তবে বিরাট ভুল করছেন! আপনার বদ্ধমূল ধারণা ১৮০ ডিগ্রি বদলে দিতে পারে সম্প্রতি সংবাদ শিরোনামে ঠাঁই পাওয়া একটি গাড়ি। আল্ট্রা ভিন্টেজ অল-ইলেকট্রিক এই গাড়ি নাকি টাইটানিকের আমলে তৈরি হয়েছিল। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? পুরনো দিনের এই গাড়িটির নাম 1913 Waverly Model 93 EV।

1913 Waverly Model 93 EV উঠল নিলামে

সবচেয়ে আকর্ষণের বিষয়, 1913 Waverly Model 93 EV এখনও নতুন গাড়ির মতো ঝাঁ চকচকে এবং শুধু সাজিয়ে রাখার জন্য নয়, রাস্তায় দৌড়াতে সক্ষম। প্রশ্ন উঠতে পারে হঠাৎ কেন এই গাড়ি সংবাদ শিরোনামে উঠে এসেছে? এর উত্তরে জানিয়ে রাখি, এ বছর আগস্টে গাড়িটি বিক্রির জন্য নিলাম ডাকা হচ্ছে। নিলামে যিনি সবচেয়ে বেশি দর হাঁকাবেন, তিনিই এর মালিকানা গ্রহণ করতে পারবেন।

যখন বিত্তশালী শ্রেণীর মানুষই কেবলমাত্র গাড়ি ব্যবহার করতেন, সেই সময় তৈরি হয়েছিল সম্পূর্ণ বৈদ্যুতিক 1913 Waverly Model 93 EV। এর ভিন্টেজ ডিজাইন দেখলেই অবশ্য বয়স সম্পর্কে আন্দাজ করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের Mecum Auctions নামক একটি সংস্থা গাড়িটির নিলামের দায়িত্ব পালন করবে।

1913 Waverly Model 93 EV এর দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। ভার্জিনিয়ার একজন মহিলা এই গাড়িটি কিনেছিলেন। প্রায় ১০০ বছর এই গাড়িটি তাঁর পরিবারের সদস্যরা সযত্নে রেখেছিলেন। কিন্তু ২০০২ সালে এটি বিক্রি করে দেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় এই গাড়িটি এখনও চলতে সক্ষম। এতে একটি অন বোর্ড ব্যাটারি চার্জার রয়েছে, যা ১২০ ভোল্টে চার্জ করতে সক্ষম।

অকশন কোম্পানির দাবি অনুযায়ী, 1913 Waverly Model 93 EV এখনও সম্পূর্ণ চার্জে ১৩০-১৬০ কিলোমিটার ছুটতে পারবে। এর ভেতরে রয়েছে দু’জন যাত্রীর আসন, সাইড উইন্ডো এবং একটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার (সম্ভবত পরে যুক্ত করা হয়েছে)। শতকের পর শতক ধরে এই গাড়ি নিজের ঐতিহ্য বহন করে চলেছে।