জনপ্রিয় এই দুই OnePlus ফোনে এল অ্যান্ড্রয়েড ১৩ আপডেট, এই সুবিধা পাওয়া যাবে

OnePlus 10 Pro ফোনের জন্য Oxygenos 13 রোলআউট করার পর ওয়ানপ্লাস এবার আরও দুটি ফ্ল্যাগশিপ ফোনের জন্য Android 13 ভিত্তিক আপডেট চালু করল। এই ফোন দুটি হল OnePlus 9 ও OnePlus 9 Pro। আপাতত ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকার ব্যবহারকারীরা নতুন এই আপডেট পেতে শুরু করেছে। তবে বলার অপেক্ষা রাখে না, শীঘ্রই অন্যান্য অঞ্চলের ইউজারদের কাছে আপডেটটি দ্রুত পৌঁছে যাবে।

ওয়ানপ্লাস কমিউনিটি ফোরাম সম্প্রতি ওয়ানপ্লাস ৯ ও ওয়ানপ্লাস ৯ প্রো ফোনে নতুন আপডেট আসার কথা নিশ্চিত করা হয়েছে। ভারতে প্রো মডেলে আসা অক্সিজেনওএস ১৩ আপডেটের ফার্মওয়্যার ভার্সন LE2121 11.F.16। আবার ইউরোপ ও উত্তর আমেরিকায় এর ভার্সন – LE2123 11.F.16 ও LE2125 11.F.16।

অন্যদিকে, OnePlus 9 ফোনের জন্য আসা অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এই আপডেটের ভারতে ফার্মওয়্যার ভার্সন LE2111 11.F.16। আর LE2113 11.F.16 ও NE2215 11.F.16 ভার্সনের সাথে ইউরোপ ও উত্তর আমেরিকার ইউজাররা আপডেটটি পেয়েছে।

ফোরামে জানানো হয়েছে, Oxygenos 13 এই দুই ফোনের জন্য নতুন ইউআই ডিজাইন নিয়ে আসবে। পাশাপাশি মাল্টিটাস্কিং কার্যকারিতা উন্নত করার জন্য কয়েকটি অতিরিক্ত ফিচার যোগ করা হয়েছে। এছাড়া আরও অনেক আকর্ষণীয় ফিচার পাওয়া যাবে।

মনে রাখবেন, আপডেট করার আগে ফোনে অন্তত ৩০ শতাংশ চার্জ রাখবেন। এছাড়া ফোনের ইন্টারনাল স্টোরেজ ৫ জিবি অন্তত খালি রাখবেন।