Jio কে পিছনে ফেলে 5G ডাউনলোড স্পিডে এগিয়ে গেল Airtel

Bharti Airtel ২০২২ সালের অক্টোবরে ভারতে 5G NSA (non-standalone) নেটওয়ার্ক চালু করে। যেখানে Reliance Jio নিয়ে এসেছে 5G...
Puja Mondal 27 Jun 2024 9:42 AM IST

Bharti Airtel ২০২২ সালের অক্টোবরে ভারতে 5G NSA (non-standalone) নেটওয়ার্ক চালু করে। যেখানে Reliance Jio নিয়ে এসেছে 5G SA (standalone) নেটওয়ার্ক। ফলে কোন প্রযুক্তির নেটওয়ার্ক ভালো পরিষেবা দেবে তা নিয়ে অনেকের মধ্যে কৌতুহল ছিল। তবে সম্প্রতি Opensignal দাবি করেছে যে, দিল্লি, মুম্বাই এবং পাঞ্জাব সার্কেল ছাড়াও, Airtel-এর 5G ডাউনলোডের গতি সমস্ত টেলিকম সার্কেলে ২০২৩-এর প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৪-এর প্রথম প্রান্তিকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, Opensignal এও দাবি করেছে যে, 5G SA নেটওয়ার্ক চালু করার পর থেকে ধীরে ধীরে দেশের প্রায় সমস্ত টেলিকম সার্কেলে Jio-এর গড় 5G ডাউনলোডের গতি কিছুটা কমে গেছে।

বিভিন্ন সার্কেলে Airtel-এর 5G নেটওয়ার্কের পারফরম্যান্স

বর্তমানে এয়ারটেলের থেকে জিও-র 5G গ্রাহক সংখ্যা অনেক বেশি। গত ৩১ শে মার্চ ২০২৪-এর শেষে যেখানে এয়ারটেলের দখলে প্রায় ৭২ মিলিয়ন (৭.২ লক্ষ) গ্রাহক ছিল, সেখানে জিও-র 5G গ্রাহক সংখ্যা ছিল ১১০ মিলিয়নেরও (১১ লক্ষ) বেশি। তাই, যেহেতু জিও বৃহত্তর পরিসরে 5G কভারেজের সাথে আনলিমিটেড 5G ডেটা অফার করে, সেহেতু তাদের ডাউনলোড গতি কমে যাওয়া কোনো আশ্চর্যের বিষয় নয়।

উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এয়ারটেলের গড় ডাউনলোড গতি ছিল ২৬০.৪ এমবিপিএস, তবে ২০২৪-এর প্রথম প্রান্তিকে এই টেলকোর গড় ডাউনলোড গতি ২৭৩.৬ এমবিপিএস-এ পৌঁছেছে।

আর, জিও ২০২৩ সালে প্রথম প্রান্তিকে ৩২৩.৬ এমবিপিএস স্পিডে ইন্টারনেট পরিষেবা প্রদান করলেও ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ডাউনলোড স্পিড হ্রাস পেয়ে ২৬১.৮ এমবিপিএসে পৌঁছেছে।

Show Full Article
Next Story