OnePlus 15T ও OnePlus 15s আসছে 7500mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারের সাথে, ফাঁস অনেক তথ্য

আগাম বছর অর্থাৎ ২০২৬ এর শুরুতে চীনে লঞ্চ হতে চলেছে OnePlus 15T সিরিজ। এটি গ্লোবাল মার্কেটে OnePlus 15s নামে বাজারে আসবে। লঞ্চের সময় যত এগিয়ে আসছে তত আসন্ন এই সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। নতুন একটি রিপোর্ট থেকে, OnePlus 15T বা OnePlus 15s এর ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি ও চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে। এই স্মার্টফোনে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন চিপসেট ও ৭৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

OnePlus 15T বা OnePlus 15s এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস ১৫টি বা ওয়ানপ্লাস ১৫এস ডিভাইসে আছে ৬.৩১ ইঞ্চি বিওই এক্স৩ ওএলইডি প্যানেল, যা ১.৫কে রেজোলিউশন ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15T বা 15s হ্যান্ডসেটে দেওয়া হবে ৭৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট বা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। যদিও এতে ওয়্যারলেস চার্জিং সিষ্টেম থাকবে না। এটি চীনে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। আর গ্লোবাল মার্কেটে এতে অক্সিজেনওএস ১৬ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য OnePlus 15T বা 15s ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল Sony IMX906 বা ২০০ মেগাপিক্সেল Samsung HP5 প্রাইমারি সেন্সর থাকবে। সাথে মিলবে ৫০ মেগাপিক্সেল Samsung JN5 সেকেন্ডারি সেন্সর। এর সাথে আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাওয়া যেতে পারে।