Afghanistan created history by defeating Australia by 21 runs in exciting Super 8 match of T20 World Cup 2024

AFG vs AUS: গত বিশ্বকাপের বদলা সম্পন্ন করল আফগানরা, ২১ রানে অজিদের হারিয়ে ইতিহাস গড়ল রাশিদ-নবিরা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার ৮ এখন জমে উঠেছে। গ্ৰুপ ‘১’ থেকে ভারত ইতিমধ্যেই ২ টি ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের জায়গা প্রায় পাকা করে ফেলেছে। আজ এই গ্ৰুপ থেকে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান (Australia vs Afghanistan match) মুখোমুখি হয়। এই ম্যাচের আগে অজিরা টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও হারের সম্মুখীন হয়নি। অন্যদিকে আফগানিস্তান শেষ ম্যাচে ভারতের কাছে ৪৭ রানে হেরে যায়। এর ফলে আজ অজিদের পরাজিত করে সুপার ৮-এর লড়াইয়ে টিকে থাকার জন্য আফগানরা লড়াই চালায়।

ম্যাচে আর্নোস ভ্যালে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরফলে আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) এবং ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) ওপেনিং করতে আসেন‌। দুজনেই আজ ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। গুরবাজ এবং জাদরান মিলে মোট ১১৮ রানের পার্টনারশিপ গড়েন। এর মধ্যে গুরবাজের ব্যাট থেকে ৪৯ বলে ৪ টি চার এবং ৪ টি ছয়ের মাধ্যমে মোট ৬০ রান আসে এবং জাদরান ৪৮ বলে ৬ টি চারের মাধ্যমে মোট ৫১ রান করেন। এরপর আর কেউ আফগানদের হয়ে সেইভাবে রান করতে পারেননি।

ফলে তারা প্রথম ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মোট ১৪৮ রান সংগ্রহ করে। ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে প্যাট কামিন্স (Pat Cummins) আজও দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে মোট ৩ টি উইকেট তুলে নেন। এরপর দ্বিতীয় ইনিংসে অজিরা ব্যাট করতে নেমে প্রথমেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেডের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। অধিনায়ক মিচেল মার্শও ৯ বলে মোট ১২ রান করে মাঠ ছাড়েন। তবে এইরকম গুরুত্বপূর্ণ সময় গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এসে দলের হাল ধরেন‌। তিনি একাই এক দিক থেকে ধরে রেখে‌ স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।

ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ৪১ বলে ৬ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে মোট ৫৯ রান আসে। তবে আফগানিস্তানের বোলিং আক্রমণে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে চাপের মুখে পড়ে গিয়েছিল। তারা মোট ৮ ক্রিকেটারকে বোলিং আক্রমণে কাজে লাগায়। গুলবাদিন নায়েব (Gulbadin Naib) একাই ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেন। ফলে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ ওভার পর্যন্ত যায়। কিন্তু অস্ট্রেলিয়া ১৯.২ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে সমর্থকদের হতাশ করে। এরফলে আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এ অজিদের ২১ রানে হারিয়ে ইতিহাস তৈরি করলো।

অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচের স্কোরবোর্ড (Australia vs Afghanistan Match Scoreboard):

আফগানিস্তান- ১৪৮/৬ (২০.০ ওভার)

রহমানুল্লাহ গুরবাজ- ৬০ (৪৯)

অস্ট্রেলিয়া- ১২৭/১০ (১৯.২ ওভার)

গ্লেন ম্যাক্সওয়েল- ৫৯ (৪১)

গুলবাদিন নায়েব- ৪-০-২০-৪