England beat USA by 10 wickets remarkable win for england and they make place in t20 world cup 2024 semi final

USA vs ENG: জর্ডানের হ্যাটট্রিক, বাটলারের ধ্বংসলীলা মার্কিনদের ১০ উইকেটে হারিয়ে প্রথম দল‌ হিসেবে সেমিতে ইংল্যান্ড

সমাপ্ত হল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) ইউএসএর সফর৷ প্রথম আইসিসি ইভেন্টেই ইউএসএ সকলের মন জয় করলেও, এই সুপার ৮ পর্বেই যাত্রা শেষ তাদের। আজ সুপার ৮ পর্বের শেষ ম্যাচ খেলতে বার্বাডোসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইউএসএ (England vs USA)। সেখানে প্রথমে ব্যাটিং ব্যর্থতা এবং অন্যদিকে ইংল্যান্ডের ওপেনিং জুটি বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেটে হারতে হল ইউএসএকে। অন্যদিকে সেমিফাইনালের জায়গা প্রায় নিশ্চিত করলো ইংল্যান্ড।

আজ বার্বাডোসের কেনসিংটন ওভালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের সামনে মাত্র ১১৫ রানে অলআউট হয়ে যায় ইউএসএ। যার মধ্যে নিতীশ কুমারের ব্যাট থেকে আসে আজ দলের সর্বাধিক রান। ২৪ বলে ৩০ রান করেন তিনি। এছাড়া কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে আসে ২৯ রান। এদিকে হারমিত সিংও ২১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে বল হাতে আজ শেষ ওভারে ৪ বলে ৪ উইকেট শিকার করে ইতিহাস তৈরী করেন ক্রিস জর্ডান (Chris Jordan)।

ইংল্যান্ডকে এই ম্যাচ জিততে প্রয়োজন ছিল ২০ ওভারে ১১৬ রান। যা তাড়া প্রথম থেকেই বড় শট খেলছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। অন্যদিকে ফিল সল্টও (Phil Salt) ক্রিজে বাটলারের সাথ দিচ্ছিলেন। এই জুটির তান্ডবে প্রথম ৬ ওভারে তথা পাওয়ারপ্লেতে স্কোরবোর্ডে ৬০ রান তোলে ইংল্যান্ড। তবে পাওয়ারপ্লের শেষে থেমে থাকেননি তারা। পাওয়ারপ্লে শেষ হওয়ার পর রুদ্রমূর্তি ধারণ করেন ইংলিশ অধিনায়ক বাটলার।

শেষমেষ বিনা উইকেট হারিয়ে ১০ উইকেটে ম্যাচটি জয়লাভ করে ইংল্যান্ড। জস বাটলারের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৮৩ রান, এককথায় ইউএসএর বোলিং লাইনআপকে বিধ্বস্ত করেন তিনি। আজ বাটলারের ইনিংসে সামিল ছিল ৭ টি ছক্কা এবং ৬ টি বাউন্ডারি। অন্যদিকে ফিল সল্টও বাটলারের ইনিংসের সহায়তা করে ২১ বলে ২৫ রান করেন। অবশেষে ৯.৪ ওভারেই ম্যাচ সমাপ্ত করে ক্রিকেটবিশ্বকে অবাক করেন এই ওপেনিং জুটি।

ইংল্যান্ড বনাম ইউএসএ ম্যাচের স্কোরকার্ড (England vs USA):

ইউএসএ: ১১৫ (১৮.৫ ওভার)

ইংল্যান্ড: ১১৭/০ (৯.৪ ওভার)

ম্যাচটি ইংল্যান্ড ১০ উইকেটে জয়লাভ করেছে।