Kuldeep Yadav India star says Rohit Sharma and Virat Kohli like Jai-Veeru can not pick one as best captain

রোহিত-বিরাটের মধ্যে সেরা অধিনায়ক কে? মন ছুঁয়ে যাওয়া উত্তর দিলেন কুলদীপ যাদব

বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী দল হিসাবে ভারত থেকে অসংখ্য তারকা ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে উঠে এসেছেন। বর্তমানে এই দলকে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ফলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2024) ভারত দাপটের সঙ্গে লড়াই চালাচ্ছে। গতকাল ব্লু ব্রিগেডরা এই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে দুরন্ত জয় তুলে নেয়। এবার এর মধ্যেই দলের অন্যতম তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) বিরাট এবং রোহিতকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সুপার ৮-এ অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের সঙ্গে অবস্থান করছে‌। এই পর্বের প্রথম ম্যাচেই ব্লু ব্রিগেডরা আফগানদের বিপক্ষে ৪৭ রানে জয় তুলে নেয়। এরপর গতকাল সুপার ৮-এ ভারত টাইগারদের বিরুদ্ধে মাঠে নামে। ম্যাচে বিরাট কোহলির ৩৭ এবং হার্দিক পান্ডিয়ার দুরন্ত অর্ধশতরানে ভর করে ব্লু বিগ্রেডরা প্রথম ইনিংসে ১৯৬ রান সংগ্রহ করে নেয়। দ্বিতীয় ইনিংসে বল হাতে কুলদীপ যাদব ভয়ঙ্কর হয়ে ওঠেন।

তিনি একাই ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এবার এর মধ্যেই বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে কুলদীপ যাদবের গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তারকা স্পিনার বলেন, “আমি আন্তর্জাতিক ক্রিকেটে যে সমস্ত অধিনায়কদের অধীনে খেলেছি তাদের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি হলেন সবচেয়ে সেরা। তারা জয়-বীরুর মতো কাউকে একজনকে বাছাই করা যায় না।”

উল্লেখ্য এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ পর্বের একটি ম্যাচেও কুলদীপ যাদব একাদশে জায়গা পাননি। তবে সুপার ৮-এ তিনি এখন ভারতীয় দলকে ভরসা দিচ্ছেন। এখনও পর্যন্ত ২ ম্যাচে এই ভারতীয় তারকা স্পিনার মোট ৫ টি উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে ব্লু ব্রিগেডরা সুপার ৮-এ পরপর জয় তুলে নিয়ে এখন সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে। তারা পরবর্তী ম্যাচে ২৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে।