Sikandar Raza: ভারতের বিরুদ্ধে বড় রেকর্ড রাজার, করতে পারেনি কোনো অস্ট্রেলিয়া বা ভারতের প্লেয়ার, সেই কীর্তি করলেন নিজের নামে

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে জিম্বাবোয়ে সফরে রয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ অর্থাৎ ১৩ জুলাই অনুষ্ঠিত হয় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচে ভারতীয়…

ভারতীয় ক্রিকেট দল বর্তমানে জিম্বাবোয়ে সফরে রয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ অর্থাৎ ১৩ জুলাই অনুষ্ঠিত হয় পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এমন পরিস্থিতিতে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে এই স্কোরে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের অধিনায়ক সিকান্দার রাজা। ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন রাজা। সেই সঙ্গে তিনি গড়েন এই বড় রেকর্ডও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০০ রান ও ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সিকান্দার রাজা। এর আগে এই কীর্তি আছে কেবল সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, মোহাম্মদ হাফিজ ও বীরনদীপ সিংয়ের। রাজার এখন রয়েছে ২০০১ রান ও ৬৫ উইকেট।

২৫৫১ রান, ১৪৯ উইকেট-সাকিব আল হাসান (বাংলাদেশ)
২১৬৫ রান, ৯৬ উইকেট- মোহাম্মদ নবী (আফগানিস্তান)
২৩২০ রান, ৬৬ উইকেট- বীরনদীপ সিং (মালয়েশিয়া)
২৫১৪ রান, ৬১ উইকেট- মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)
২০০১ রান, ৬৫ উইকেট- সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)

ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে ছিলেন সিকান্দার রাজা। তারা ব্যাট দিয়ে যেন আগুন ঝরাচ্ছিল। তিনি দাঁড়ালে হয়তো আরও বেশি রানের টার্গেট পেত ভারত। কিন্তু ভারতের হয়ে অভিষেক হওয়া ফাস্ট বোলার তুষার দেশপান্ডে তাকে ফাঁদে ফেলে আউট করেন। এভাবে ৪৬ রানের ভালো ইনিংস খেলে আউট হন রাজা।