ভারতীয় দল নাকি অজি? অস্ট্রেলিয়ার অনুর্দ্ধ ১৯ দলে এবার সুযোগ পেলেন একগুচ্ছ ভারতীয় বংশোদ্ভুত

বর্তমানে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ভারতীয় বংশোদ্ভূত হিসাবে বিশ্ব ক্রিকেটে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।

Three Indian Origin Players Got Selected In Australia Under 19 Team For Tri Series

বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের একাধিক বিভাগে ভারতীয়রা স্বগৌরবে নিজদের দক্ষতার সঙ্গে কাজ করছেন। অনেকেই আবার বিদেশে দীর্ঘদিন থাকার পর সেই দেশের নাগরিকত্ব পেয়ে যান।‌ তবে দেশের সংস্কৃতিকে অনেকেই নিজেদের মধ্যে ধরে রাখার চেষ্টা চালিয়ে যান। অন্যদিকে ভারত এবং অস্ট্রেলিয়ার সংস্কৃতির মধ্যে ক্রিকেট বর্তমানে জায়গা করে নিয়েছে। এবার অস্ট্রেলিয়ার মহিলাদের অনূর্ধ্ব-১৯ দলে ভারতীয় বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার জায়গা পেলেন।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আমরা একাধিক ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারদের অংশগ্রহণ করতে দেখেছি। এছাড়াও বর্তমানে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র এবং দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ভারতীয় বংশোদ্ভূত হিসাবে বিশ্ব ক্রিকেটে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার এর মধ্যেই অস্ট্রেলিয়ার মহিলাদের অনূর্ধ্ব-১৯ দলে ৩ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। আজ ক্রিকেট অস্ট্রেলিয়া ব্রিসবেনে ১৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করে।

অনূর্ধ্ব-১৯ মহিলাদের এই ক্রিকেট সিরিজে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। এই ১৪ দিনের ত্রিদেশীয় সিরিজে অজিরা ৪ টি টি-টোয়েন্টি এবং ২ টি একদিনের ম্যাচ খেলবে। দলে ভারতীয় বংশোদ্ভূত ৩ জন খেলোয়াড় হলেন রিভিয়া সায়ন, সামারা ডুলভিন এবং হাসরাত গিল। ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়ে বলে,”এই ক্রিকেটারদের অন্তর্ভুক্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটের মধ্যে ক্রমবর্ধমান বৈচিত্র্য এবং ভারতীয় ঐতিহ্যের সাথে ক্রিকেটারদের উল্লেখযোগ্য অবদানকে প্রতিফলিত করছে।”

অস্ট্রেলিয়ান অনূর্ধ্ব ১৯ মহিলা দল:

টি-টোয়েন্টি স্কোয়াড: বনি বেরি, কাওইমহে ব্রে, এলা ব্রিসকো, ম্যাগি ক্লার্ক, সামারা ডুলভিন, লুসি ফিন, হাসরাত গিল, লুসি হ্যামিল্টন, অ্যামি হান্টার, এলেনর লারোসা, ইনেস ম্যাককিওন, রিবিয়া সায়ন, টেগান উইলিয়ামসন, এলিজাবেথ ওয়ার্থলি হ্যাচলি।

একদিনের স্কোয়াড: বনি বেরি, কাওইমে ব্রে, এলা ব্রিসকো, ম্যাগি ক্লার্ক, সামারা ডুলভিন, লুসি ফিন, হাসরাত গিল, অ্যামি হান্টার, এলেনর লারোসা, ইনেস ম্যাককিওন, জুলিয়েট মর্টন, রিভিয়া সায়ন, টেগান উইলিয়ামসন, এলিজাবেথ, এলিজাবেথ জাউচ।