Tuesday, November 19, 2019

এমাসেই ভারতে আসছে Realme X2 Pro, কোম্পানির প্রথম স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসরের ফোন

স্মার্টফোন কোম্পানি রিয়েলমি তাদের প্রথম ফ্ল্যাগশিপ ফোন Realme X2 Pro আগামী ২০ নভেম্বর ভারতে লঞ্চ করবে। এই ফোনটিকে আজ ফ্লিপকার্টে দেখা গেছে। এ থেকেই পরিষ্কার রিয়েলমি এক্স২ প্রো ডিভাইস Flipkart এক্সক্লুসিভ প্রোডাক্ট হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসরের সাথে এই ফোনটিকে গত মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। এটি কোম্পানির প্রথম স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর যুক্ত ফোন। এই ফোনটি রেডমি কে২০, ওয়ানপ্লাস ৭টি এর মতো প্রিমিয়াম ফোনকে টেক্কা দেবে। রিয়েলমি এক্স২ প্রো ফোনে আপনি পাবেন কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ৯০হার্জ রিফ্রেশ রেটের সাথে ফুল এইচডি প্লাস+সুপার AMOLED ফ্লুইড ডিসপ্লে।

Realme X2 Pro দাম :

রিয়েলমি এক্স২ প্রো চীনে মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ভারতীয় দাম প্রায় ২৭,০০০ টাকা। আবার ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভারতীয় দাম যথাক্রমে প্রায় ২৯,০০০ টাকা এবং ৩৩,০০০ টাকা। ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে আসা Realme X2 Pro সাদা ও নীল রঙে এসেছে।

Realme X2 Pro স্পেসিফিকেশন ও ফিচার :

অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড ColorOS ৬.১ অপারেটিং সিস্টেমের সাথে আসা রিয়েলমি এক্স২ প্রো ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ফ্লুইড ডিসপ্লে দেওয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ৯০:৯ এবং স্ক্রিন রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশনের সাথে এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯১.৭ শতাংশ। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এছাড়াও পাবেন স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ১২ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে চারটি ক্যামেরা আছে। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এই ক্যামেরায় Samsung GW1 sensor ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার এফ/১.৮। এছাড়াও এই ফোনের অন্যান্য ক্যামেরাগুলি হলো, এফ/২.৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, ১১৫ ডিগ্রী ওয়াইড এঙ্গেল লেন্সের সাথে ৮ মেগাপিক্সেল টারশিয়ারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এই ফোনে এফ/২.৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফ্রন্ট ক্যামেরায় Sony IMX471 ইমেজ সেন্সর দেওয়া হয়েছে।

এই ফোনের আরেকটি বিশেষ দিক হলো এর ব্যাটারি। রিয়েলমি এক্স২ প্রো ফোনে আপনি পাবেন ৫০ওয়াট সুপারভুক ফ্লাশ চার্জার সাপোর্টের সাথে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এই চার্জার ৩৫ মিনিটে ফোনকে ফুল চার্জ করে দেবে। কানেক্টিভিটির কথা বললে এই ফোনে পাবেন ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ভার্সন ৫.০, জিপিএস / এ-জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি, এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

- Advertisment -